সোনার দামে বড়সড় পরিবর্তন, রেকর্ড দরের থেকে সস্তা ২,৬০০ টাকা
সোনা ও রুপোর দামে বড়সড় পরিবর্তন রেকর্ড দরের থেকে কমল ২৬০০ টাকা।

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে পরিবর্তিত হয়নি। সোনার মতো মূল্যবান ধাতুর দাম সারাবিশ্বেই বর্তমানে ওঠানামা করছে। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষ সোনা কেনার মাধ্যমে অর্থ বিনিয়োগ করে থাকেন। এছাড়াও, নিজস্ব চাহিদার পূরণের জন্য অথবা বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে অন্যকে উপহার হিসেবে সোনার তৈরি বিভিন্ন জিনিস দেওয়ার চল রয়েছে। সোনা ছাড়া রুপোর বিভিন্ন ডিজাইনের গয়না পরাও এখন ফ্যাশনে পরিণত হয়েছে। বর্তমানে রাজ্যে এখনও বিয়ের মরশুম চলছে, তাই স্বাভাবিকভাবেই সোনা ও রুপোর চাহিদা তুঙ্গে রয়েছে।
গত সপ্তাহের বেশিরভাগ দিনই তাই সোনা-রুপোর দামের (Gold and Silver Price) বারংবার পরিবর্তন সাধারণ মানুষদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে সকলের চিন্তা কমিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গত দুই দিনের পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে সোনার দাম অপরিবর্তিতই রয়ে গেছে।
কলকাতায় আজ অর্থাৎ ৬ মার্চ ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৬,৭০০ টাকা। গত শুক্রবার এই ২৪ ক্যারাট পাকা সোনার ১০ গ্রামের দাম কমেছিল ৫০ টাকা।
গত শুক্রবার ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ৫০ টাকা হ্রাস পেয়ে হয়েছিল ৫৩,৮০০ টাকা ও আজ অর্থাৎ সোমবারেও তাই আছে। রেকর্ড দামের (৫৬,৪০০ টাকা) থেকে আজকের এই দাম ২,৬০০ টাকা কম রয়েছে।
সোমবার ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম আছে ৫৪,৬০০ টাকা।
অন্যদিকে, কলকাতায় আজ সোনার দামের বদল না ঘটার পাশাপাশি আরেক চাহিদাসম্পন্ন ধাতু রুপোর দামেরও (Silver Price) কোনো পরিবর্তন হয়নি।
প্রতি কেজি রুপোর বাটের দাম গত শনিবার ২৫০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছিল ৬৪,২০০ টাকা ও আজকেও তাই রয়েছে।
সোমবার প্রতি কেজি খুচরো রুপোর দামও অপরিবর্তিত থেকে ৬৪,৩০০ টাকায় অবস্থান করছে।