সোনার দামে বড়সড় পতন, রেকর্ড দরের থেকে কমল ২,৪৫০ টাকা
সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের শেষ দিনে আবারও খানিকটা কমে গিয়েছে।

সোনার দাম (Gold Price) আজ সপ্তাহের শেষ দিনে আবারও খানিকটা কমে গিয়েছে। সর্বাধিক চাহিদাসম্পন্ন এই ধাতুর দাম গতকাল অর্থাৎ শুক্রবারের পতনের পর আজও হ্রাস পাওয়ায় সাধারণ মানুষজন ও ব্যবসায়ীমহলের চিন্তা কিছুটা হলেও লাঘব হয়েছে।
রাজ্যে এখনও বিয়ের মরশুম চলছে। তাছাড়াও, বর্তমান সময়ে সারা বছর জুড়েই অন্যকে উপহার দেওয়ার জন্য অথবা নিজস্ব ব্যবহারের জন্য সোনার গয়না বা অন্যান্য জিনিসপত্রের ব্যাপক চাহিদা থাকে। তাই আজ অর্থাৎ আবারও সোনার দামের এই পতন ক্রেতাদের মুখে হাসি ফুটিয়েছে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে আজ ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা কম হয়েছে। শনিবারের দাম হয়ে গিয়েছে ৫৬,৬৫০ টাকা।
পাশাপাশি, শনিবার কলকাতায় ২২ ক্যারাট গহনা সোনার ১০ গ্রামের দাম ২০০ টাকা হ্রাস পেয়ে ৫৩,৭৫০ টাকায় দাঁড়িয়েছে। আজকের এই দাম রেকর্ড দামের (৫৬,২০০ টাকা) থেকে ২,৪৫০ টাকা কম রয়েছে।
শনিবার ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দামও ২০০ টাকা কম হয়েছে। আজ ২২ ক্যারাট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৫৪,৪৫০ টাকা।
সোনা ছাড়াও বর্তমানে রুপোর চাহিদাও বেড়ে গিয়েছে। রুপোর বিভিন্ন ডিজাইনের গয়না এখন রীতিমতো ফ্যাশনে পরিণত হয়েছে। আজ সোনার পাশাপাশি রুপোর দামেরও (Silver Price) এক ধাক্কায় বেশ খানিকটা পতন ঘটেছে।
শনিবার প্রতি কেজি রুপোর বাটের দাম ৮৫০ টাকা হ্রাস পেয়ে ৬৪,৮০০ টাকায় পৌঁছে গিয়েছে।
আজ প্রতি কেজি খুচরো রুপোর দামও ৮৫০ টাকা কমে ৬৪,৯০০ টাকায় অবস্থান করছে।