সামান্য টাকা বিনিয়োগ করলে মিলবে ২ গুণ টাকা, জানুন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম
বিভিন্ন ব্যাঙ্কে (Bank) বা ভারতীয় সরকারের ডাক বিভাগে (Post Office) ভারতের বহু মানুষই টাকা জমিয়ে থাকেন

বিভিন্ন ব্যাঙ্কে (Bank) বা ভারতীয় সরকারের ডাক বিভাগে (Post Office) ভারতের বহু মানুষই টাকা জমিয়ে থাকেন। সাধারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমানোর পাশাপাশি ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প প্রভৃতি নানা উপায়ে প্রায় সকলেই নিজেদের সাধ্য অনুযায়ী অর্থ সঞ্চয় করে থাকেন।
ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিসের তরফে এমন একাধিক প্রকল্প রয়েছে যাতে টাকা বিনিয়োগ করা ভীষণ লাভজনক। এইসব প্রকল্পে অল্প পরিমাণ টাকা জমা করা হলেও বেশ ভালোরকম সুদ পাওয়া যায়। আজকের প্রতিবেদনে রইল ডাক বিভাগের তেমনই এক প্রকল্প সম্পর্কিত কিছু তথ্যসমূহ।
এই প্রতিবেদনে উল্লেখ্য প্রকল্প এক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, এই প্রকল্পের নাম ‘কিষান বিকাশ পত্র’। এই প্রকল্প দীর্ঘ সময় পূর্বে ১৯৮৮ সালে ভারতীয় ডাক বিভাগের তরফে চালু করা হয়েছিল। প্রথম দিকে শুধুমাত্র ভারতীয় কৃষকরাই এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারতেন, তবে এখন যে কোনো ভারতীয় নাগরিকই এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন। প্রাপ্তবয়স্ক হয়ে গেলেই অর্থাৎ ১৮ বছর বয়স হলেই এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করা যাবে।
‘কিষান বিকাশ পত্র’ প্রকল্পে ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগ করতেই হবে, তবে টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। এই প্রকল্পে চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় ৬.৯% হারে সুদ প্রদান করা হয়। ১২৪ মাসের সময়সীমায় বিনিয়োগ করা অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। ডাক বিভাগের এক শাখা থেকে অন্য শাখায় এই প্রকল্পের অ্যাকাউন্ট ট্রান্সফার করে নেওয়া যাবে। এই প্রকল্পে টাকা বিনিয়োগ করার পর আড়াই বছর পর ইচ্ছে হলে টাকা তুলে নেওয়া যাবে। নিজস্ব অ্যকাউন্ট খোলা ছাড়াও যৌথ অ্যাকাউন্টও খোলা যাবে। প্রতি মাসে বা বছরে টাকা জমা দেওয়ার দরকার নেই। এই প্রকল্পে কর ছাড়ও দেওয়া হয়ে থাকে।