×

‘গান গাইতে পারেনা, গেট আউট বলে বের করে দিয়েছিল টিচার’, ঊষা উত্থুপের জীবন কাহিনী হার মানাবে সিনেমার গল্পকে

দক্ষিণ ভারতে জন্ম হলেও বাংলার প্রতি রয়েছে অসীম টান ও ভালোবাসা

দক্ষিণ ভারতে জন্ম হলেও বাংলার প্রতি রয়েছে অসীম টান ও ভালোবাসা। আর সেজন্যই হয়তো নিজের কপালের টিপে সর্বদা ‘ক’ অক্ষরটি লেখা থাকে। তিনি আর কেউ নন তিনি হলেন অনন্যা, তিনি ভারতের জাতীয় প্লেব্যাক সিঙ্গার ঊষা উত্থুপ (Usha Uthup)। ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয় ঊষা দিদি নামে। তবে সবসময়ই এমন ধরনের জনপ্রিয়তা ছিল তা কিন্তু নয়। এমনকি অনেকবার গায়িকাকে হতে হয়েছিল বিভিন্ন ধরনের কটাক্ষের স্বীকার।

বর্তমানে ইন্ডাস্ট্রিতে প্রায় ৫০ বছর অতিক্রান্ত করে ফেলেছেন তিনি। গানের জগতেও তাঁর বয়স কম নয়। গান গেয়ে মন জয় করেছেন কোটি কোটি অনুগামীর। একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি নিজস্ব ভঙ্গিতে। তবে এত যশ এবং খ্যাতি থাকার পরেও একটি বিষয় সকলকেই অবাক করবে যে একসময় এই কিংবদন্তি গায়িকাকেই বাদ দেওয়া হয়েছিল স্কুলের গানের দল থেকে।‌ এমনকি তাকে শুনতে হয়েছিল যে, তাঁর দ্বারা নাকি গান হবেনা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের সেরকমই একটি ঘটনায় স্মৃতিতে ভাসলেন গায়িকা। ঊষার কথায়, “আমার গানের টিচারের মনে হয়েছিল আমার গলা ভারী। গানের দলে আমাকে কোথায় রাখা হবে বুঝতে পারেননি তাঁরা।” তিনি বলেন, “আমাকে মুখ থেকে কেবল শব্দ বের করতে বলা হয়েছিল। ট্রাইংগেল কিংবা ক্ল্যাপার্স দেওয়া হয়েছিল বাজানোর জন্য। সবাই বুঝেছিল যে আমি মিউজিক্যাল। কিন্তু গানটা আমার দ্বারা হবে না, সেটা অনেকেই অনুমান করেছিলেন আমার শৈশবে। আমাকে ক্লাস থেকে ‘গেটআউট’ বলে বেরও করে দিয়েছিলেন টিচার।”

তিনি জানান এই ঘটনায় তিনি ভীষণ দুঃখ পেয়েছিলেন সেই সময়। তবে ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করার আনন্দ সেই দুঃখ ভুলিয়ে দেয়। এমনকি যেই টিচার গায়িকার সাথে এমন ব্যবহার করেছিলেন তিনি পরে নিজের ভুল বুঝতে পেরেছিলেন। গায়িকার কথায়, “আমাকে দেখে তিনি কেঁদে ফেলেছিলেন। নিজের ভুল বুঝতে পেরেছিলেন। আমিও কেঁদে ফেলেছিলাম। আমি গিয়েছিলাম, ‘টু স্যার উইথ লাভ’। তাকে সেদিন দেখে আমি খুব আনন্দ পেয়েছিলাম।”

Related Articles