×

হুবহু মানুষের মতোই দরদাম করে বাজার থেকে ফল কিনছে খুদে বাঁদর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

বর্তমানে মানুষের পাশাপাশি বিভিন্ন রকম পশুপাখিদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে থাকে।

বর্তমান যুগ নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার যুগ। আর এই যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে। বর্তমানে আট থেকে আশি প্রায় প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। এমনকি যত দিন যাচ্ছে মানুষ তত বেশি সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পরছে। ফলে প্রতিনিয়তই ভাইরাল হচ্ছে বিভিন্ন মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকালকার দিনে ভাইরাল হওয়া খুব একটা কঠিন কাজ নয়। তবে এই দৌড়ে মানুষের পাশাপাশি পিছিয়ে নেই বিভিন্ন পশুপাখিরাও।

মানুষের পাশাপাশি বিভিন্ন পশুপাখিদেরও ভিডিও প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে। বর্তমানে মানুষের পাশাপাশি বিভিন্ন রকম পশুপাখিদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে থাকে। আর যা প্রায়ই ভাইরাল হতে দেখা যায়। ‌ বাড়ির পোষ্য হোক কিংবা বন্য পশুপাখি সবই ঝড়ের গতিতে ভাইরাল হয়। এমনকি যা দেখে রীতিমতো আপ্লুত হন নেটিজেনদের প্রত্যেকে। বিশেষ করে সব ধরনের পশুপাখির প্রতিই আকৃষ্ট হন একদল মানুষ।

সম্প্রতি সেরকমই দুই পোষ্য বাঁদরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। যেই ভিডিওতে দেখা দিয়েছে এক যুবক তাঁর দুই পোষ্য বাঁদর ছানাকে নিয়ে বাইকে করে বাজারে গিয়েছে। আর বাজারে গিয়ে ওই দুই বাঁদর ছানা নিজের মালিককে ফলের দোকান থেকে ফল বাছাই করে তাঁদের মালিকের হাতে তুলে দিচ্ছে। এমনকি মাঝে মাঝে বাঁদর ছানা দুটি একে অপরের কোলেও উঠে বসছে। আবার কখনো কখনো ফলের ঝুড়ি থেকে ফল তুলে খাচ্ছে তারা।

এমনিতেই কথায় রয়েছে যে বাঁদর নাকি মানুষের পূর্বপুরুষ। এমনকি ইতিহাসেও লেখা রয়েছে যে বাঁদর থেকেই পরিবর্তিত হয়ে মানুষের সৃষ্টি হয়েছে। বর্তমানে এই ভাইরাল ভিডিওটি যে তারই প্রমাণ তা নিঃসন্দেহে বলা যায়। প্রসঙ্গত ভিডিওটিতে বাঁদর ছানা দুটিকে একটু অন্য লুকে দেখা গিয়েছে। ভিডিওটিতে বাঁদর ছানা দুটিকে দেখা গিয়েছে বহু মানুষের ন্যায় প্যান্ট শার্ট পরিহিত অবস্থায়। তবে যাই হোক এই দুটি বাঁদর ছানা যে নিজেদের কর্মকান্ডের জেরে মানুষকে মনোরঞ্জন দিতে পেরেছে তা কিন্তু নিঃসন্দেহে বলা যায়।

Related Articles