×

প্রকাশ্যে জী বাংলা সোনার সংসারের এবছরের প্রোমো, ভিডিও দেখে আনন্দে আত্মহারা দর্শকেরা

প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল তাঁদের উপযুক্ত সম্মান ও স্বীকৃতি।

প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হল তাঁদের উপযুক্ত সম্মান ও স্বীকৃতি। তাই অভিনেতা অভিনেতাদের সম্মান দেওয়ার জন্য প্রতিবছর আয়োজিত হয় বিভিন্ন অ্যাওয়ার্ড শো। টিভি সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের উৎসাহিত করার জন্যও অ্যাওয়ার্ড আয়োজন করা হয়ে থাকে। প্রতিবছর জি বাংলায় চ্যানেলের পক্ষ থেকে আয়োজন করা হয় ‘জি বাংলা সোনার সংসার’ (Zee Bangla Sonar Songsar) অ্যাওয়ার্ড টি। এবছরও তার অন্যথা হয়নি। খুব শীঘ্রই আসতে চলেছে ‘জি বাংলার সোনার সংসার’।

এই অ্যাওয়ার্ড শো কে বাংলার সবথেকে বড় পরিবারের মিলন উৎসব বলা যেতে পারে। ‘সোনায় মরা বাঙালিয়ানা’- এই থিম নিয়ে তৈরি করা হয়েছে ‘জি বাংলার সোনার সংসার’। জি বাংলার সমস্ত ধারাবাহিকের সদস্য ছাড়াও বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা উপস্থিত থাকেন এই অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে। এক কথায় বলা চলে সেদিন একেবারে চাঁদের হাট বসে ওই অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে।

সম্প্রতি জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে একটি প্রমো প্রকাশ করা হয়েছে। প্রমোটি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড এর। আর কিছুদিন বাদেই এই অ্যাওয়ার্ড শো টেলিকাস্ট করা হবে টিভির পর্দায়, সেটাই জানানো হয়েছে এই প্রোমোর মাধ্যমে। জি বাংলার সমস্ত ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের সম্মান জানানো হবে এই অ্যাওয়ার্ড শোতে। এদিন সেরার সেরা অভিনেতা-অভিনেত্রীদের হাতে তুলে দেওয়া হবে অ্যাওয়ার্ড।

সম্প্রতি জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপলোড হওয়া সোনার সংসার অ্যাওয়ার্ড ভিডিওটিতে জি বাংলার সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের দেখা যায়। মিঠাই থেকে শুরু করে পর্ণা সকলকেই দেখা যায় ওই ভিডিওতে। জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড শো এর থিম সং এর পারফর্ম করছিলেন সবাই। এছাড়া দেখা যায় টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ও অঙ্কুশ হাজরা কে।

Related Articles