Yash Dasgupta: যশ দাশগুপ্তের প্রথম স্ত্রীকে চেনেন? সৌন্দর্যে টলিউড নায়িকাদেরও ১০ গোল দেবেন শ্বেতা, রইল তাঁর ছবি
যশ দাশগুপ্ত অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। টলিউড থেকে বলিউড দুই জগতেই তিনি পরিচিত।

Yash Dasgupta: যশ দাশগুপ্ত অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। টলিউড থেকে বলিউড দুই জগতেই তিনি পরিচিত। তাঁর জনপ্রিয়তা দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই রয়েছে। তিনি অভিনেতা হওয়ার পাশাপাশি গায়ক ও মডেলও। এই অভিনেতা ‘ইয়ারিয়াঁ টু’ (Yaariyan 2) সিনেমার হাত ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Bollywood Film Industry) অভিষেক করতে চলেছেন। তাঁর এই সিনেমা চলতি বছরেই ১২ই মে তারিখে মুক্তি পেতে চলেছে।
Yash Dasgupta:
যশ দাশগুপ্ত ( Yash Dasgupta) ২০০৯ সালে হিন্দি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে অভিনয় জগতে পা দেন। এরপরে তিনি আরও কয়েকটি হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন। যদিও তিনি অভিনয় জগতে জনপ্রিয়তা পান ‘বোঝেনা সে বোঝেনা’ (Bojhena Se Bojhena) ধারাবাহিকের দৌলতে। এরপরে তাঁকে দেখা যায় টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) ‘গ্যাংস্টার’ চলচ্চিত্রেও।
এখানে পড়ুন : সৌন্দর্যের নিরিখে নামি দামি নায়িকাদেরও টেক্কা দেবে ‘কেজিএফ তারকা’ যশের আসল স্ত্রী, রইল ছবি
Yash Dasgupta :
বর্তমানে এই অভিনেতা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের (Nusrat Jahan) সঙ্গে সুখের সংসারে ব্যস্ত। যশের অনুরাগীর সংখ্যার অভাব নেই। তবে অনেকেই জানেন না, যে যশ এর আগেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অর্থাৎ নুসরাত নয়, যশের প্রথম স্ত্রী অন্য কেউ ছিলেন। জানেন তাঁর নাম কী? তাঁর পেশাই বা কী? দুইজনের বিচ্ছেদটাই বা কেন হল?
যশের প্রথম স্ত্রী ছিলেন শ্বেতা সিং কালহান্স। তিনি বাঙালি কন্যা নন, বর্তমানে তিনি আপাতত মুম্বাইয়ে রয়েছেন। তাঁর কর্মজীবন জড়িয়ে রয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে। তিনি মূলত গসিপের মধ্যে থাকতে পছন্দ করেন না। আর তাই নিজেকে সমস্ত নুসরাত-যশ গসিপ থেকে দূরে সরিয়ে শান্তিতে জীবন কাটাতে চান তিনি।
Yash Dasgupta:
২০২১ সালে যখন যশ ও নুসরাতের প্রেমের খবর চর্চায় ছিল, তখন নীরবতা ভেঙে ছিলেন শ্বেতা। তিনি তখন জানিয়ে ছিলেন যে, তাঁদের বিয়ে কলকাতায় হয়েছিল এবং তাঁদের এক পুত্র সন্তান রয়েছে। এক সময় ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকলেও, বর্তমানে দূরত্ব বজায় রাখেন তিনি। দুইজনের বিয়ে ভালোবেসে হলেও, সেই বিয়ে আর বেশিদিন টেকেনি। দুইজনের সন্তান যদিও মায়ের কাছে থাকে না। এদিকে, যশের প্রথম সন্তানের সঙ্গে নুসরাতের সম্পর্ক বেশ ভালো বলেই জানা গেছে।