কেন ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেলেন প্রসেনজিৎ চ্যাটার্জির নায়িকা, ‘ছোট বউ’ দেবিকা, মুখ খুললেন অভিনেত্রী
একসময় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ছিলেন দেবিকা মুখার্জী (Debika Mukherjee)। কিন্তু বর্তমানে এখন তিনি প্রায় বিস্মৃত।

একসময় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ছিলেন দেবিকা মুখার্জী (Debika Mukherjee)। কিন্তু বর্তমানে এখন তিনি প্রায় বিস্মৃত। টলিউডে একসময় অত্যন্ত স্মার্ট ও সুন্দরী অভিনেত্রী ছিলেন তিনি। পরিচালক অঞ্জন চৌধুরী (Anjan Chowdhury) নির্মিত বাংলা সিনেমা ছোট বউয়ের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে ঘরে তিনি পরিচিতি লাভ করেন। এরপর হঠাৎই হারিয়ে যান দেবিকা। এরপর কেটে গিয়েছে বহু বছর। টিভি পর্দায় আর দেখা যায়নি দেবিকাকে। সম্প্রতি শোনা যাচ্ছে এত বছর বাদে আবার নাকি কাজে ফিরতে চলেছে দেবিকা মুখার্জি।
এখন শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেবিকা মুখার্জি। গত বছর পূজোর সময় কলকাতাতেই ছিলেন তিনি। স্মৃতিচারণ করতে করতে একটি সংবাদ মাধ্যমের কাছে দেবিকা বলেন, এখনকার বিনোদন জগত অনেক বেশি কর্পোরেট ধাঁচের। মনের মতন কাজ চাইছেন তিনি। যার ফলে হাতে খুব কম কাজ আসছে। ওটিটি প্লাটফর্মে কাজ করতে শুরু করেছেন তিনি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন দেবিকা। কথা বলতে বলতে দেবিকা বলেন বর্তমান ইন্ডাস্ট্রিতে কেউ কারোর নয়। এখানে চলছে প্রতিযোগিতা। দেবিকা জানান প্রতিযোগিতা তাঁর পছন্দ নয়। কারণ প্রতিযোগিতা মানসিক চাপ বাড়িয়ে তোলে।
দেবিকা আরো বলেন, তিনি যখন ইন্ডাস্ট্রিতে ছিলেন তখনও ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা ছিল। কিন্তু সেটা ছিল খুবই সাধারণ। কিন্তু বর্তমান সময়ের প্রতিযোগিতা রাজনীতিতে পরিণত হয়েছে। ‘ছোট বউ’-এর পর সঠিকভাবে আর সুযোগ দেওয়া হয়নি তাঁকে অন্য কোন চরিত্রের জন্য। দেবিকা শুনেছেন যে এখন নাকি অনেকে ইন্ডাস্ট্রিতে নিজের টাকা খরচ করে সুযোগ তৈরি করেন। বিয়ের পর স্বইচ্ছায় তিনি ইন্ডাস্ট্রিতে ছেড়ে দিয়েছিলেন। তবে এখন তিনি এটাকে নিজের ব্যর্থতা বলে মনে করেন।
দেবিকা মুখার্জির কথায়, ‘ছোট বউ’ করার পর লড়াই করে ইন্ডাস্ট্রিতে তাঁর নিজের জায়গা ধরে রাখা উচিত ছিল। কিন্তু বিয়ে করে দেশের বাইরে চলে যাওয়ায় সেটা আর সম্ভব হয়নি। সম্প্রতি দেশে ফিরে তিনি বলেছেন, এখনো বাংলার মানুষ ‘ছোট বউ’ হিসেবে এখনও দেবিকাকে মনে রেখেছে এটাই তাঁর পরমপ্রাপ্তি। দেবিকা বলেন, ‘ছোট বউ’ তৈরি করার সময় অঞ্জনবাবু তাঁকে বলেছিলেন, ‘৩০ বছর পরও বাংলার মানুষের পছন্দের তালিকায় থাকবে ‘ছোট বউ’। একবিংশ শতকে এসেও যে অঞ্জন বাবুর কথা এতটা মিলে যাবে সত্যিই তা ভাবা যায়নি।