মিঠাই ফিরতেই আনতেই টিআরপি তালিকায় বাজিমাত! ‘বালিঝড়’কে হারিয়ে TRP-তে ‘মিঠাই’য়ের রাজ
গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ধারাবাহিক হয়েছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'।

বৃহস্পতিবার মানেই টিআরপি তালিকা প্রকাশের দিন। গোটা সপ্তাহ জুড়ে কোন ধারাবাহিক জনপ্রিয়তার খাতিরে এগিয়ে রয়েছে সেটাই বোঝা যায় টিআরপি তালিকার মাধ্যমে। এই তালিকা দেখলে বোঝাই যায় যে বাংলা ধারাবাহিক গুলোর মধ্যেও কতটা হাড্ডা হাড্ডি লড়াই চলছে। গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার ধারাবাহিক হয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। এই সপ্তাতেও তার বিকল্প হয়নি। অর্থাৎ এই সপ্তাতেও টিআরপি তালিকার প্রথম স্থান দখল করে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি।
এই সপ্তাহে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটির প্রাপ্ত নাম্বার হল ৯.৩। দীপা ও সূর্যর রসায়ন একেবারে জমে উঠেছে। এই সপ্তাহে আবার হতে চলেছে দার্জিলিং জমজমাট এপিসোড। অন্যদিকে সোনা ও রূপার দুষ্টু মিষ্টি অভিনয় মন কেড়েছে দর্শকদের। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় আরও একটি ধারাবাহিক জোড় কদমের টক্কর দিচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিককে। সেটি হলো ‘জগদ্ধাত্রী’। ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের প্রাপ্ত নম্বরের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।
এই সপ্তাহে টিআরপি তালিকায় জগদ্ধাত্রী নম্বর পেয়েছে ৯.০। এছাড়া নিজের স্থান বজায় রেখেছে ‘গৌরী এল’ ধারাবাহিকটি। গত সপ্তাহের মতো ৮.৬ নম্বর পেয়ে এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে গৌরী এবং ঈশানের গল্প। তবে নতুন ধারাবাহিকদের সাথে পুরনো ধারাবাহিকরা টক্কর দিচ্ছে জ্বর কদমে এ সপ্তাহে মিঠাই ধারাবাহিক টিআরপি লিস্টে কিছুটা উন্নতি করেছে। এই সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত নম্বর ৭.০। এছাড়া উন্নতি লক্ষ্য করা গেছে, স্টার জলসার অন্য আরেকটি ধারাবাহিক ‘গাঁটছড়া’র ক্ষেত্রেও। এ সপ্তাহে ‘গাঁটছড়া’র প্রাপ্ত নম্বর ৭.১।
এছাড়া এই সপ্তাহে টিআরপির তালিকায় চতুর্থ স্থানে যুগ্মভাবে জায়গা দখল করেছে ‘নিম ফুলের মধু’ এবং ‘খেলনা বাড়ি’ ধারাবাহিক দুটি। এই দুই ধারাবাহিকেরই প্রাপ্ত নম্বর ৮.৪। আসুন এক ঝলকে দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা।
১: অনুরাগের ছোঁয়া – ৯.৩
২: জগদ্ধাত্রী – ৯.০
৩: গৌরী এলো – ৮.৬
৪: খেলনা বড়ি / নিম ফুলের মধু – ৮.৪
৫: রাঙা বউ – ৭.৬
৬: গাঁটছড়া – ৭.১
৭: মিঠাই -৭.০
৮: বাংলা মিডিয়াম – ৬.৯
৯: মেয়ে বেলা – ৬.৭
১০: পঞ্চমী – ৬.৬