Ushasi Ray : নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন বাঙালি অভিনেত্রী ঊষসী রায়, পরিবারের সামনে ভুল করেও ক্লিক করবেন না
বাংলা অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ 'উষসী রায়' (Ushasi Ray)। এই অভিনেত্রী 'মিলন তিথি' ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন।

Ushasi Ray : বাংলা অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ ‘উষসী রায়’ (Ushasi Ray)। এই অভিনেত্রী ‘মিলন তিথি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেন। স্টার জলসার (Star Jalsa) এই ধারাবাহিকে ‘অহনা’ চরিত্রে অভিনয় করার দৌলতে তিনি বাংলার ধারাবাহিকপ্রেমীদের ঘরে ঘরে পৌঁছে যান। এছাড়াও তিনি জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘বকুল কথা’তেও অভিনয় করেন। এই ধারাবাহিকে ‘বকুল চরিত্রে অভিনয় করার মাধ্যমে তিনি রাজ্য জুড়ে জনপ্রিয়তা পান।
Ushasi Ray :
উল্লিখিত দুই ধারাবাহিক ছাড়াও বাংলার এই জনপ্রিয় অভিনেত্রীকে ‘জয় কালী কালকাত্তাওয়ালী’, ‘কাদম্বিনী’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায়। হানি বাফনা, জিতু কামালের মতো প্রথম শ্রেণীর টেলিভিশন অভিনেতাদের বিপরীতে নিজের অভিনয়ের ছাপ ছেড়েছেন তিনি। এছাড়াও, হইচই (Hoichoi) প্ল্যাটফর্মের ‘টুরু লাভ’ ও ‘গভীর জলের মাছ’ নামক ওয়েব সিরিজেও অভিনয় প্রদর্শন করেন অভিনেত্রী। একইসঙ্গে তাঁকে জি বাংলার সিনেমা ‘ইস্কাবনের রানী’তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
Ushasi Ray :
View this post on Instagram
উষসীর বর্তমান বয়স প্রায় ২৯ বছর। তিনি অভিনয় জগতের সক্রিয় থাকার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে নিজস্ব আইডি থেকে বিভিন্ন রকমের ফটো ও ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি তাঁকে অন্যই অবতারে দেখতে পেলেন অনুরাগীরা। হইচই-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজের তরফে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
এখানে পড়ুন : নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন ‘কপিল শর্মা শো’-এর সুমনা, ভাইরাল অভিনেত্রীর অন্তরঙ্গ ছবি
সেই ভিডিওটিতে তাঁকে খোলা আকাশের নিচে নীল রঙের জলের মাঝে শরীরের উপরিভাগে ডিপ নেকের ব্রালেট টপ ও নিম্নভাগে ওড়না দিয়ে প্রস্তুত একটি স্কার্ট পরিহিত অবস্থায় বিভিন্ন রকমের পোজ দিতে দেখা পাওয়া যায়। বক্ষদেশ উন্মুক্ত থাকায় তাঁর বক্ষ বিভাজিকা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
Ushasi Ray Instragram Video :
View this post on Instagram
ভিডিওটি দেখে পোস্টের কমেন্ট বক্সে আগুনের ইমোজির বর্ষণ করেছেন নেটিজেনরা। ফটোটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সবাই। এই ফটোটির লাইকের সংখ্যা প্রায় ৭০ হাজার অতিক্রম করে গেছে।