×

শরীরে নামমাত্র কাপড়, অন্তর্বাস দিয়ে মুখ ঢেকে নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন উর্ফি জাভেদ

সর্বদা বিতর্কে জড়ানো বলিউডের একজন জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী হলেন উরফি জাভেদ (Urfi Javed)।

সর্বদা বিতর্কে জড়ানো বলিউডের একজন জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী হলেন উরফি জাভেদ (Urfi Javed)। নিজের বিভিন্ন রকম মন্তব্যের পাশাপাশি তিনি সবচেয়ে বেশি বিতর্কে জড়ান নিজের উদ্ভট ফ্যাশন সেন্স এর কারণে। আর যার জন্যই মূলত তাঁকে প্রত্যেকে চেনে। বিগ বস ওটিটি খ্যাত উরফি বিগ বসে আসার আগে তাকে সেভাবে উদ্ভট পোশাকে না দেখা গেলেও জনপ্রিয়তা পাওয়ার পর তিনি আরো বেশি পোশাক নিয়ে সমালোচিত হন।

গতবছর তাঁর জনপ্রিয়তা এতটাই ছিল যে তিনি জিতে নিয়েছিলেন গুগলের ‘মোস্ট সার্চড এশিয়ান উওম্যান’-এর খেতাব। তাঁর উদ্ভট ফ্যাশন সেন্স সম্পর্কে সকলেই প্রায় ভালোভাবে অবগত। সম্প্রতি অভিনেত্রীকে দেখা গেল আরো একটি অদ্ভুত পোশাক পরে বাইরে বেরোতে। আর যার জন্য তিনি প্রতিবারের মতো এবারও সমালোচিত হলেন নেটিজেনদের কাছে। সম্প্রতি তিনি কালো নেট ব্যবহার করে নিজের পোশাক তৈরি করেছেন। তাঁর সাথে পরেছেন নেট টিউব ব্রা, নেট গ্লাভস ও নেট প্যান্ট। এর পাশাপাশি রয়েছে নেটের নেকলেস ও নেটের মাস্ক।

অর্থাৎ প্রতিবারের মতো এবারও অভিনেত্রী নিজের সাহসের সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছেন। যদিও তাঁর এই সাজ অনেকেরই পছন্দ হয়নি। ফলে রীতিমতো তাঁকে ট্রোল হতে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পোশাকের পাশাপাশি চুল বেঁধেছেন তিনি। এর সাথে রয়েছে ভারী মেকআপ। আর যা তাঁর চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে বর্তমানে বহু বলিউড অভিনেত্রীকেই তাঁর ফ্যাশন সেন্স ফলো করতে দেখা যাচ্ছে। অন্যদিকে অভিনেত্রীকে শুনতে হচ্ছে নেটিজেনদের তরফ থেকে সমালোচনা।

সম্প্রতি ভাইরাল হওয়া অভিনেত্রীর ছবিগুলিতে দেখা যাচ্ছে তিনি হাই হিল জুতো পরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। তিনি এমনভাবে পোস্ট দিয়েছেন যাতে তাঁর বক্ষযুগলের নিচে করা পালকের ট্যাটুটি দৃশ্যমান হয়। তবে নেটিজেনদের তরফ থেকে তুমুল সমালোচনার ঝড় বয়ে এলেও তিনি যে কোনভাবেই দমে যাওয়ার পাত্রী নন তা তিনি বহুবার সকলকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। ফলে রীতিমতো ঝামেলাতেও জড়িয়েছেন বহু মানুষের সাথে।

Related Articles