×

ঊর্ধ্বাঙ্গে নেই পোশাক, খুদে বালকের সঙ্গে ছবি তুলে অশ্লীল কটাক্ষের শিকার উরফি জাভেদ

ছবি তোলার সময় উরফিকে ওই বালকদের সাথে পোজ দিতে কিছুটা অপ্রস্তুত দেখাচ্ছিল।

বলিউডের অত্যন্ত জনপ্রিয় মুখ উরফি জাভেদ। স্টাইল সেগমেন্টের জন্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। সমাজের প্রচলিত নিয়মের বেড়াজাল ভেঙে যে স্টাইল তিনি সকলের সামনে নিয়ে এসেছে তা বারবার নজর কেড়েছে নেটিজেনদের। অভিনেত্রী ও মডেল হিসেবে এখন তাঁর ভারতজোড়া নাম। কখনো সাইকেলের চেইন দিয়ে, কখনো প্লাস্টিক দিয়ে এছাড়া আরো অনেক রকম জিনিস দিয়ে বানানো ড্রেস তিনি পড়ে চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছে দর্শকদের। যদিও এরজন্য মাঝে মধ্যে কটাক্ষেরও সম্মুখীন হতে হয়েছে উরফিকে।

মাঝেমধ্যেই উরফির ছোটখাটো ভিডিও ক্লিপ সোশাল মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ক্লিপ আবারও ভাইরাল হয়েছে। সন্ধ্যা পেরিয়ে তখন প্রায় রাত। চেরি রঙের একটি গাড়ি থেকে নামলেন উরফি জাভেদ। তাঁর পরনেও ছিল চেরি রঙের কিছু বস্ত্রখন্ড। তাঁর বস্ত্রের একাংশ কোমর থেকে পায়ের গোড়ালি অবধি চেপে বসেছে। উরফির পায়ে ছিল হাই হিল, যার কারণে তিনি ভালোভাবে হাঁটতে পারছিলেন না। উরফির উর্ধাঙ্গে বিশেষ কিছু ছিল না। সামনে থেকে কিছুটা ঢাকা ছিল মাত্র। যদি ওই অবস্থায় উরফিকে পেয়ে আলোকচিত্রদের উত্তেজনা তুঙ্গে উঠেছিল।

ভিডিওটিতে দেখা যায় উরফি তাঁর গন্তব্যে পৌঁছানোর সময় আলোকচিত্রদের অনুরোধে দু’ধাপ উপরে উঠে দাঁড়ালেন। এরপরেই পরপর ফ্লাশ লাইট জ্বলতে শুরু করলো। একে একে অনুরাগীরাও ছবি তুললেন উরফির সাথে। সকলকে অবাক করে দু চারজন বালক ছুটে এলো উরফির সাথে ছবি তোলার জন্য। এই প্রথমবার কোন ছোট্ট ছেলেকে সাথে নিয়ে ছবি তুললেন উরফি। এই ভিডিও এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বহু নেটিজেন ভিডিওটির কমেন্ট সেকশনে মন্তব্য করেছে। একজন লিখেছেন, “বাচ্চাদেরও রেহাই দেবে না উরফি?” আবার অন্য একজন লিখেছেন, “ছোট্ট ছেলেটাকে বিগড়ে দিল রে!” আরেকজন আবার লিখলেন, “উরফির সঙ্গে ছবি তুলতে কে বলল একে?” যদিও ছবি তোলার সময় উরফিকে ওই বালকদের সাথে পোজ দিতে কিছুটা অপ্রস্তুত দেখাচ্ছিল। তাঁর মুখের অভিব্যক্তিতে কেমন এক ভ্যাবাচ্যাকা ভাব লক্ষ্য করা যায়। আর এতেই আরো কটাক্ষের সম্মুখীন হতে হয় উরফিকে। যদিও এই ফটোসেশন শেষ হওয়ার পর বেশ খোশ মেজাজেই থাকেন উরফি। তিনি সহকারীদের বলেন সকলকে মিষ্টি বিতরণ করার জন্য। এরপর প্রশ্ন আসে, হোলি কোথায় কাটাবেন? উরফি জবাব দেন,“ঘরেই। বাইরে বেরোই না।”

Related Articles