×

সৌন্দর্যের নিরিখে যে কোন টলিউড নায়িকাদের হার মানাবে শ্রাবন্তী চ্যাটার্জি বোন স্মিতা, রইল ছবি

টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী। ছোট থেকেই তিনি যুক্ত অভিনয়ের সাথে।

টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী। ছোট থেকেই তিনি যুক্ত অভিনয়ের সাথে। জিৎ, দেব, অঙ্কুশ সহ একাধিক নায়কের সাথে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। নায়িকা হিসেবে প্রথম জিতের সাথে জুটি বেঁধেছিলেন এই অভিনেত্রী। জিৎ ও শ্রাবন্তী অভিনীত প্রথম সিনেমা ‘চ্যাম্পিয়ন’। এই সিনেমায় অভিনয় করার সময় শ্রাবন্তী চ্যাটার্জী ছিল ১৫ বছরের নাবালিকা। সেই থেকে এখনো পর্যন্ত জোর কদমে কাজ করে চলেছেন এই অভিনেত্রী।

বয়স বাড়লেও রূপের জেল্লা একটুও কমেনি শ্রাবন্তী চ্যাটার্জীর। বরং রূপ যেন দিন দিন ঠিকরে বেরোচ্ছে। তবে শুধু শ্রাবন্তী চ্যাটার্জী নয়, আপনি অবাক হবেন শ্রাবন্তীর দিদি ‘স্মিতা’র রূপেও। নায়িকাদের তুলনায় কোনো অংশে কম সুন্দরী নয় শ্রাবন্তীর দিদি। শ্রাবন্তী ও তার দিদিকে এক পলকে দেখলে গুলিয়ে ফেলতে পারেন আপনিও। সোশ্যাল মিডিয়ার পর্দায় সম্প্রতি শ্রাবন্তী ও তাঁর দিদিকে একসাথে দেখা গিয়েছে।

শ্রাবন্তী চ্যাটার্জী সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম (instagram) হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন। আর এই ছবিতেই দেখা গিয়েছে দুই বোনকে। ছবিটিতে দেখা গিয়েছেন ওয়েস্টার্ন পোশাকে শ্রাবন্তী ও তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছে তার দিদি স্মিতা ঘোষ। স্মিতার পরনেও ওয়েস্টার্ন পোশাক ছিল। শ্রাবন্তীর পরনে গোল্ডেন-চকোলেট রংয়ের ডিপ কাট স্লিভলেস ওয়ানপিস এবং এর সাথে মুখে হালকা মেকআপ ও ঠোঁটে স্কিনি লিপস্টিক। অন্যদিকে শ্রাবন্তীর দিদি স্মিতার পরনে ছিলো সাদাকালো ডিজাইন টপ এবং তাঁর মুখেও হালকা মেকআপ ও ঠোঁটে গোলাপি লিপস্টিক। শ্রাবন্তী চ্যাটার্জী ছবিটি আপলোড করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমরা দুই বোন’।

শ্রাবন্তী চ্যাটার্জির আপলোড করা এই ছবি সোশ্যাল মিডিয়ার ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। দুই বোনের সৌন্দর্যে এখন ঘায়েল নেট দুনিয়ার মানুষ। ছবিটি কমেন্ট সেকশন ভরে উঠেছে নেটিজেনদের মন্তব্যে। একজন লিখেছেন, ‘দুজনকেই সুন্দর লাগছে’, অন্য একজন মন্তব্য করেছেন, ‘বয়স কমছে মনে হচ্ছে ‘। এছাড়া অনেকেই মন্তব্য করে বোঝাতে চেয়েছেন যে শ্রাবন্তী চ্যাটার্জী তাঁদের কতটা পছন্দের অভিনেত্রী।

তবে শ্রাবন্তী চ্যাটার্জির পাশাপাশি তাঁর দিদিও প্রচুর ভালোবাসা পেয়েছে নেটিজেনদের থেকে। ২০১৬ সালে শ্রাবন্তী চ্যাটার্জী দিদি স্মিতা অভিনেতা সুজয় ঘোষের সাথে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর বেশ কয়েকবার তাঁকে রুপালি পর্দায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে অভিনয় করে খুব একটা নাম পাননি স্মিতা। তাই অভিনয় ছেড়ে ঘর সংসারে মন দিয়েছেন তিনি। গত বছর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শ্রাবন্তির দিদি স্মিতা।

Related Articles