বোনের থেকেও বেশি সুন্দরী দিদি, সৌন্দর্যে শুভশ্রীকে হার মানাবে দেবশ্রী, রইল তাঁর ছবি
বাংলা সিনেমা জগতের (Tollywood film industry) প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলী।

বাংলা সিনেমা জগতের (Tollywood film industry) প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। সফলতা দিয়েই তিনি শুরু করেন কেরিয়ার জীবন। দীর্ঘ বেশ কিছু বছর টলিউডের অন্যতম সুপারস্টার দেবের (DEV) সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি। কিন্তু বছর তিনেক আগে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সাথে গাঁটছড়ায় বাঁধা পড়েন এই অভিনেত্রী। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই রাজ-শুভশ্রীর কোল আলো করে জন্ম নেয় ছোট্ট ‘ইউভান’।
অভিনেত্রী হিসেবে শুভশ্রী গাঙ্গুলী কতটা সফল তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় জগতে পা দেওয়ার পিছনে রয়েছে বেশ কিছু মানুষের অবদান। তাদের মধ্যে অন্যতম হলো দেবশ্রী গাঙ্গুলী (Debashree Ganguly)। দেবশ্রী সম্পর্কে শুভশ্রীর দিদি। দেবশ্রী গাঙ্গুলী প্রথম দিকে টলিউড ইন্ডাস্ট্রির সাথে জড়িত না থাকলেও সম্প্রতি তিনিও পা রেখেছেন অভিনয় জগতে।
রাজর্ষি দে-এর ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করেছেন দেবশ্রী গাঙ্গুলী। শোনা যাচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের একটি ছবিতেও নাকি দেখা যাবে দেবশ্রী গাঙ্গুলীকে। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ফাটাফাটি’। এই সিনেমাটিতেই একটি বিশেষ চরিত্রে নাকি অভিনয় করছেন দেবশ্রী গাঙ্গুলী।
১৯ বছর বয়সে মা হয়েছিলেন দেবশ্রী গাঙ্গুলী। স্বামীর সাথে বিচ্ছেদের পর ছেলে অনীশকে একাই সামলেছেন তিনি। ছোট বোন শুভশ্রীকে সবসময় পাশে পেয়েছিলেন দেবশ্রী। এরপর ২০২১ সালে আবার ভালোবেসে অমিত ভাটিয়াকে বিয়ে করেন তিনি। কিন্তু বেশিদিন টেকেনি সেই সম্পর্কও। স্বামী অমিত ভাটিয়ার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন দেবশ্রী। এরপরেই আলাদা হন তাঁরা।
আপাতত কাজ নিয়েই ব্যস্ত দেবশ্রী। পায়ের তলার মাটি শক্ত করছেন তিনি। শুভশ্রী তুলনায় দেবশ্রীর জনপ্রিয়তা নেহাতই কম নয়। সোশ্যাল মিডিয়ায় তার একাধিক ফ্যান ফলোয়ার। তাঁর পোশাক-আশাক, সাজগোজ সবেতেই রয়েছে আভিজাত্যের ছাপ। সৌন্দর্যের নিরিখে তিনি টেক্কা দিতে পারেন শুভশ্রীকেও। আপাতত নতুন ছবির অপেক্ষায় দেবশ্রী।