একধাক্কায় অনেকটা নম্বর কমল অনুরাগের ছোঁয়ার, অবশেষে মুখ খুললেন ‘সূর্য’ দিব্যজ্যোতি
সম্প্রতি রিলিজ হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা

সম্প্রতি রিলিজ হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। এখন বাংলা ধারাবাহিক গুলোর মধ্যেও কতটা কম্পিটিশন চলে সেটাই বোঝা যায় এই টিআরপি তালিকার মাধ্যমে। এখন শুধু চ্যানেল কর্তৃপক্ষ বা কলাকুশলীরা নয়, দর্শকরাও আজকাল কড়া নজর রাখে টিআরপি তালিকা দিকে। দর্শকদের পছন্দের লিস্টে কোন ধারাবাহিক এগিয়ে সেটাও খেয়াল রাখে দর্শকেরা। একসময় বেঙ্গল টপার হওয়া ধারাবাহিক ‘মিঠাই’ সেরা দশের থেকে ছিটকে গিয়েছে কয়েক সপ্তাহ আগেই। মিঠাইয়ের জায়গায় স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ টিআরপি তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে। কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া টিআরপি তালিকা দেখে এই ধারাবাহিক নিয়েও চিন্তার মেঘ জমেছে দর্শকদের মনে।
টানা দুই মাস ধরে বেঙ্গল টপার হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি। কিন্তু এই সপ্তাহে এই ধারাবাহিকের ছন্দপতন ঘটেছে। রেটিং কমে এসেছে এই ধারাবাহিকের। চলতি সপ্তাহে প্রকাশিত তালিকা অনুযায়ী অনুরাগের ছোঁয়ার টিআরপি কমে হয়েছে ৮.৮। মাত্র ০.২-তে পিছিয়ে রয়েছে জগদ্ধাত্রী। গত সপ্তাহে অনুরাগের ছোঁয়ার নম্বর ছিল ৯.২। তার আগে সর্বোচ্চ টিআরপি ৯.৫ পেয়েছিল এই ধারাবাহিক। গত দু সপ্তাহের তুলনা, এই সপ্তাহে অনেকটাই পিছিয়ে এসেছে এই ধারাবাহিকের নাম্বার। একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে দ্বিতীয় পজিশনে থাকা ‘জগদ্ধাত্রী’।
কেন হঠাৎই টিআরপি কমেছে এই ধারাবাহিকের এই নিয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকা দিব্যজ্যোতি দত্ত, যাকে দর্শকেরা সূর্য সেনগুপ্তর চরিত্রে দেখছেন। দিব্যজ্যোতি বলেন, ‘সবটাই আসলে পরিশ্রম। টিআরপিতে এক নম্বরে থাকা নিসন্দেহে আনন্দের ব্যাপার। এটা ঠিকই আমাদের টিআরপি স্কোর কমছে। কিন্তু এখনও কিন্তু আমরা ১ নম্বর জায়গাতেই রয়েছি। আমাদের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে অন্য ধারাবাহিক এটাও সত্যি। আসলে যারা ১ নম্বরে থাকে তাদের ১ নম্বর জায়গাটা ধরে রাখার জন্য লড়াই করতে হয়। আর যারা ১০ নম্বরে থাকে তাদের ১ নম্বরে যাওয়ার জন্য লড়াই করতে হয়। জগদ্ধাত্রী টপার হলে খারাপ লাগবে না। বুঝব ওরা আমাদের চেয়ে বেশি পরিশ্রম করেছে।’
শুরু থেকে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি দশক মহল অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। সূর্য ও দীপার জুটি মুগ্ধ করে দর্শকদের। এক ডাক্তার ও তাঁর পরিবারের গল্প নিয়ে তৈরি হয় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি। সূর্য সেনগুপ্তর মা লাবণ্য সেনগুপ্ত কালো রং একেবারেই পছন্দ করে না। কিন্তু সূর্য প্রেমে পড়ে দীপার যার গায়ের রং কালো। গায়ের রং কালো হওয়ার কারণে দীপা কে নানান ভাবে অপমানিত হতে হয় সূর্যর মায়ের কাছে। পরবর্তীকালে দীপা তাঁর গুন দিয়ে লাবণ্য সেনগুপ্ত মন জয় করে। এরপর গল্পের ট্র্যাকে আসে অন্যরকম পরিবর্তন। শাশুড়ি-বউমার সম্পর্ক মধুর হলেও দীপার কোন অন্য কারো সাথে সম্পর্ক আছে ভেবে সূর্য ও দীপার মধ্যে বিচ্ছেদ ঘটে। এমনকি দীপার গর্ভের সন্তানও সূর্যর নয়, কারণ সূর্য কখনো বাবা হতে পারবেনা এমন ধারনা তৈরি হয় সূর্যর মনে। আর সূর্যর মনে এই ধারণার বীজ বপন করে সূর্যর বেস্ট ফ্রেন্ড মিশকা। এরপর দীপা জমজ সন্তানের জন্ম দেয়। কিন্তু সেনগুপ্তর প্ল্যানে একটি সন্তান লাবণ্য সেনগুপ্ত তুলে দেয় সূর্যর হাতে এবং অন্য আরেকজন দীপার কাছে থেকে বড় হয়। কিন্তু দীপা জানে না যে সে জমজ সন্তানের জন্ম দিয়েছে। এরপর থেকে গল্পের ট্র্যাক এই অনুযায়ী এগোচ্ছে। কি হতে চলেছে আগামী এপিসোডে তা জানতে হলে প্রতিদিন রাত সাড়ে নটায় চোখ রাখুন স্টার জলসার পর্দায়।