×

ছোট্ট পোশাক পরে উদ্দাম নাচ, নেটিজেনদের অশ্লীল কটাক্ষের শিকার অভিনেত্রী হিয়া দে, ভাইরাল ভিডিও

জনপ্রিয় হিন্দি গানে অসাধারণ নাচ করলেন হিয়া দে।

শিশু অভিনেতা হিয়া দে (Hiya Dey)-কে চেনেন না এমন খুব মানুষই আছেন। ‘পটল কুমার গানওয়ালা’ (Potol Kumar Gaanwala) ধারাবাহিকের দৌলতে খুব কম বয়সেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন হিয়া। পরবর্তীকালে তাঁকে ‘ফ্যালনা’ (Falna) ও ‘আলো ছায়া’ (Alo Chhaya) ধারাবাহিকেও দেখা যায়। এছাড়াও, ‘নির্ভয়া’ সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় হিয়াকে।

অভিনয় জগতে একাধিক ভূমিকায় অভিনয় করলেও দর্শকরা আজও তাঁকে স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের পটল রূপেই মনে রেখেছেন। ২০১৫ সালে শুরু হওয়া ওই ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে খুব কম বয়সে দর্শকদের মনে বিশেষ স্থান অধিকার করে নেয় পটল কুমার গানওয়ালা।

ছোট্ট হিয়া আজ বেশ বড়ো হয়ে গেছে। হিয়া বর্তমানে কিশোরী বয়সে পা দিয়েছেন। তাঁর বর্তমান বয়স প্রায় ১৫ বছর। বর্তমানে অভিনয় জগতে তেমনভাবে সক্রিয় না থাকলেও নিজস্ব সোশ্যাল মিডিয়া আইডিতে বেশ ভালো সক্রিয় হিয়া দে। সেই আইডি থেকে তিনি নানান রকমের ফটো ও ভিডিও শেয়ার করে থাকেন। উক্ত আইডিতে অসংখ্য ফলোয়ার্স রয়েছে তাঁর। কখনও মডেলিং, কখনও ফটোশ্যুট, আবার কখনও রিল ভিডিও পোস্ট করার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকেন তিনি।

সম্প্রতি হিয়া একটি রিল ভিডিও আপলোড করেছেন। ভিডিওটিতে তাঁকে ও তাঁর বন্ধুকে একসঙ্গে একটি জনপ্রিয় হিন্দি আইটেম গানেতে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘রেস টু’ (Race 2) সিনেমার ‘লত লাগ গেই’ (Lat Lag Gayee) গান। এই গানেতে হিয়া ও তাঁর বন্ধুকে বন্ধুকে একসঙ্গে কোমর দোলাতে দেখা যায়। ভিডিওতে গানের বিটে নেচে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দেন দুজনে। হিয়াকে দুধ সাদা রঙের গেঞ্জি টপস ও কালো রঙের হটপ্যান্ট পরে নাচতে দেখা যায়। একদম মেকআপহীন মুখে, বাঁধা চুলে ঘরোয়া বেশে দেখতে পাওয়া যায় তাঁকে। নাচের চোটে পুরো ঘামে ভিজে যান হিয়া। ভিডিওটিকে কেন্দ্র করে কিছুজন যেখানে প্রশংসা সমন্বিত মন্তব্য করেছেন। সেখানে কিছুজন আবার কটাক্ষপূর্ণ মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কিশোরী হিয়ার পোস্টের কমেন্ট বক্স।

Related Articles