×

কাজের ফাঁকে মালদ্বীপে অন্তরঙ্গ সময় কাটালেন দেব-রুক্মিণী, প্রকাশ্যে এল ছবি

বর্তমানে টলিউডের অন্যতম সুপারস্টার হলেন দীপক অধিকারী ওরফে দেব (DEV)। এবং প্রথম শরীর জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

বর্তমানে টলিউডের অন্যতম সুপারস্টার হলেন দীপক অধিকারী ওরফে দেব (DEV)। এবং প্রথম শরীর জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এই দুই অভিনেতা-অভিনেত্রী সম্পর্কে কথা কারোরই অজানা নয়। টলিউডের অন্যতম ব্যস্ত জুটি দেব ও রুক্মিণী। বর্তমানে এই অভিনেতা অভিনেত্রীর হাতে একগুচ্ছ কাজ। সম্প্রতি ‘বাঘাযতীন’ ছবির শুটিংয়ের কাজ শেষ করেছেন দেব। অন্যদিকে রুক্মিণী ব্যস্ত ‘বিনোদিনী’ নিয়ে। বলতে গেলে নিঃশ্বাস নেওয়ার সময় নেই এই নায়ক নায়িকার। কিন্তু তার মধ্যেও সময় বের করে একান্তে ছুটি কাটাতে দেখা গেল এই অভিনেতা-অভিনেত্রী কে।

সম্প্রতি দেব ও রুক্মিণী পৌঁছে গিয়েছেন মালদ্বীপে (Maldives)। সেখান থেকে নিজেদের ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্তের ছবি দেব ও রুক্মিণী দুজনেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একই ছবি নয়, দুজনে আলাদা আলাদা ছবি শেয়ার করেছেন। বাঘাযতীন সিনেমা শুটিং করতে গিয়ে বাঁ চোখে আঘাত পান দেব। অন্যদিকে বিনোদিনী করতে গিয়ে ধুম জ্বরে পড়েন রুক্মিণী। সবকিছু মিলিয়ে নাজেহাল অবস্থা হয়েছিল তাঁদের। দুজনেই চাইছিলেন একান্তে নিরিবিলিতে সময় কাটাতে। সেই উদ্দেশ্যেই দুজন দুজনকে সময় দিতে শহর ছেড়ে বেরিয়ে পড়েন দেব ও রুক্মিণী।

আজকাল দেব যে কোন ছবি পোস্ট করলে তার ক্যাপশনে লেখেন ‘এমনি’ (Emni)। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এবারও মালদ্বীপ থেকে ছুটি কাটানোর ছবি পোস্ট করে দেব তার ক্যাপশনে এমনি কথাটা লিখেছেন। এত কিছু থাকতে কেন যে দেব বারবার এই একটাই ক্যাপশন ব্যবহার করে তা সঠিকভাবে জানা যায়নি। দেবও কিছু বলতে পারেনি এই বিষয়ে।

দেবের এই ক্যাপশনে নানান জল্পনা কল্পনা বাসা বাঁধে দেবের অনুরাগীদের মধ্যে। দেবের লেখা এই এমনি কথার মধ্যে কি অন্য কিছু লুকিয়ে রয়েছে? এটাই ভেবে কুল পাচ্ছে না অনুরাগীরা। দেব ও রুক্মিণী জুটিকে একসাথে দেখতে বরাবরই পছন্দ করে দেব ভক্তরা। সেই মতো এবারও দেব ও রুক্মিণীর ছবিতে ভালোবাসার বন্যা বইয়ে দেয় দেব অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় দেব ও রুক্মিণীর ছবি কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে। এছাড়া লাইক ও কমেন্ট এর সংখ্যা প্রচুর। অনুরাগীরা দেবের আগামী ছবি ‘বাঘাযতীন’ ও রুক্মিণী আগামী ছবি ‘বিনোদিনী’ জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে এই অভিনেতা অভিনেত্রীকে।

Related Articles