Ushasi Ray: এমন পোশাক পরে নেটিজেনদের রাতের ঘুম কাড়লেন বাঙালি অভিনেত্রী ঊষসী রায়
টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ঊষসী রায় আবারও বোল্ড লুকে দেখা দিয়েছেন।

বলিউড (Bollywood) ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিনোদন জগত অর্থাৎ টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির নায়িকারাও সমানতালে ফ্যাশনের দুনিয়ায় অংশগ্রহণ করে থাকেন। বেশিরভাগ অভিনেত্রীরাই এখন সমানতালে রীতিমতো খোলামেলা পোশাক পরে থাকেন। বড়ো পর্দা বা হোক ছোট পর্দা, ইদানীং নায়িকাদের কেউই আর বোল্ড লুকে নিজেদের পেশ করতে বেশি ভাবেন না।
সম্প্রতি সেইভাবেই টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ঊষসী রায় আবারও বোল্ড লুকে দেখা দিয়েছেন। তিনি প্রায়ই দুর্দান্ত সব চোখধাঁধানো লুকে দেখা দিয়ে থাকেন। ঊষসী রায় (Ushasi Ray) বাংলা বিনোদন জগতের এক অন্যতম অভিনেত্রী। জনপ্রিয় এই তারকা ছোট পর্দার মাধ্যমেই মূলত পরিচিতি লাভ করেছিলেন। তবে বর্তমান সময়ে নিজের দক্ষ অভিনয়, একাগ্রতা, নিষ্ঠা, পরিশ্রম প্রভৃতির মাধ্যমে ছোট পর্দার বাইরেও নিজের জায়গা পাকাপোক্তভাবে তৈরি করতে সক্ষম হয়েছেন।
ঊষসী ২০১৫ সালে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন। স্টার জলসার ‘মিলন তিথি’ ধারাবাহিকের মাধ্যমে তিনি নিজের অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন। এরপরে জি বাংলার ‘বকুল কথা’ ধারাবাহিক তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। পরবর্তী সময়ে ‘কাদম্বিনী’ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করে আরো একবার তিনি প্রশংসা কুড়িয়েছিলেন। এখন অবশ্য ছোট পর্দা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছেন ঊষসী রায়। ‘সুন্দরবনের বিদ্যাসাগর’-এর পর তিনি সম্প্রতি তিনি ‘হইচই’-এর ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে কাজ করেছেন।
এছাড়াও, পর্দার বাইরে নেটদুনিয়াতেও সমানতালে পরিচিত ঊষসী। সম্প্রতি তাঁর একাধিক বোল্ড ছবি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। ঊর্ধ্বাঙ্গে কালো রঙের স্লিভলেস টিউব-টপ ডিজাইনের জামা ও নিম্নাঙ্গে সোনালী রঙের স্লিটেড গাউন পরে খোলা চুলে তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। কানে ঝোলা দুল, পায়ে হিল ও মানানসই মেকআপে তাঁর হটনেস নেটিজেনদের মুগ্ধ করেছে। কমেন্ট বক্সে ভক্তদের পাশাপাশি একাধিক তারকারাও ঊষসীর এই লুকের প্রশংসা করেছেন।