×

মায়ের কোলে খেলায় ব্যস্ত বাংলা সিরিয়ালের ‘লিডিং হিরোইন’, জানুন অভিনেত্রীর আসল পরিচয়

বাংলা ধারাবাহিক জগতের এক জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ধারাবাহিকে অভিনয় করে চলেছেন।

বাংলা ধারাবাহিক জগতের এক জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য ধারাবাহিকে অভিনয় করে চলেছেন। তাঁর কর্মজীবনের সূত্রপাত স্টার জলসার (Star Jalsa) ‘খোকাবাবু’ (Khokababu) ধারাবাহিকের হাত ধরে। তিনি স্টার জলসা চ্যানেলেই ‘খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্র ‘গুনগুন’-এর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এই ধারাবাহিক শেষ হতে না হতেই তাঁর আবার যাত্রা শুরু হল স্টার জলসারই ‘বালিঝড়’ (Balijhor) ধারাবাহিকে।

অভিনেত্রী তৃণা সাহা ২০১৬ সালে ‘খোকাবাবু’ ধারাবাহিকে আসার আগে একাধিক সিনেমাতে ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর সেই যাত্রা যদিও এখনও বন্ধ হয়নি। তাঁকে কখনও দেখা গেছে ‘বেশ করেছি প্রেম করেছি’ সিনেমায় ‘রাই’-এর বন্ধুর ভূমিকায়, আবার কখনও দেখা গেছে ‘শুধু তোমারই জন্য’ সিনেমায় আদির আত্মীয়র ভূমিকায়। এছাড়াও, তাঁকে ‘থাই কারী’, ‘পাসওয়ার্ড’, ‘দরিয়া’, ‘ডিটেকটিভ’, ‘শ্রীমতি’ সিনেমাতেও দেখা যায়।

এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ফটো শেয়ার করেছেন অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)। ফটোটিতে তৃণা সাহার সঙ্গে এক মহিলাকে দেখতে পাওয়া গেছে। দাবি করা হয়েছে, ফটোটিতে দৃশ্যমান মহিলা আর কেউ নন, স্বয়ং তৃণা সাহার মা। তিনি নিজের ইন্সটাগ্রাম আইডি থেকে মোট চারটির মতো ফটো শেয়ার করেন। এক একটি ফটোতে মায়ের সঙ্গে এক এক রকম মুডে দেখা যায় তৃণা সাহাকে।

পোস্ট হওয়া ফটোর একটিতে তৃণা সাহাকে তাঁর মায়ের কোলে বসে খেলা করতে দেখা যায়। অপর ফটোতে তাঁকে তাঁর মায়ের পাশেই চুপটি করে বসে থাকতে দেখা যায়। তৃতীয় ফটোতে তাঁকে মায়ের কাছে বসে পড়াশোনা করতে দেখা যায় এবং চতুর্থ ফটোতে তাঁকে তাঁর মায়ের সঙ্গে ঘোড়ার পিঠে চড়তে দেখা যায়। উল্লেখ্য, পোস্ট হওয়া প্রত্যেকটি ছবিই ভালো লেগেছে তৃণা অনুরাগীদের। পোস্টটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তৃণা অনুরাগীরা।

Related Articles