×

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস, মেয়ের কীর্তিতে মুখ খুললেন স্বস্তিকা

স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি নিজের কেরিয়ারে বহু ভিন্নধারার চরিত্রে অভিনয় করেছেন। দর্শকদের প্রায় সকলের কাছেই স্বস্তিকা অত্যন্ত প্রিয় অভিনেত্রী। শুধু টলিউড নয়, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী। তিনি ছোট পর্দার মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন।

২০০২ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে বড়ো পর্দায় ডেবিউ ঘটে স্বস্তিকার। অভিনয় জীবনের শুরুর দিকে ‘ক্রান্তি’, ‘সাথী হারা’, ‘মস্তান’ প্রভৃতি কমার্শিয়াল সিনেমা ও পরবর্তী সময়ে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘জাতিস্মর’, ‘তবে তাই হোক’ প্রভৃতি সিনেমা তাঁর উল্লেখযোগ্য কাজ। বলিউডে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘দিল বেচারা’, ‘কলা’ সিনেমায় ও ‘ব্ল্যাক উইডো’, ‘পাতাল লোক’ হিন্দি ওয়েব সিরিজে স্বস্তিকার অভিনয় মুগ্ধ করেছে সারা ভারতকে।

কেরিয়ারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন‌ও হামেশাই চর্চার থাকে। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনের সাথে খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল স্বস্তিকার। বিয়ের দুই বছরের মধ্যেই ডিভোর্স না হলেও স্বস্তিকা মেয়ে অন্বেষাকে নিয়ে আলাদা হয়ে যান। অন্বেষা মুখার্জীর (Anwesha Mukherjee) বয়স এখন ২৩ বছর, মেয়েকে তিনি একাই মানুষ করেছেন। মা-মেয়ের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো। এবারে নিজের সম্পর্ক ও প্রেমিকের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রীর মেয়ে। প্রেমের সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষ্যে তিনি একাধিক ভালোবাসায় ভরপুর ছবি পোস্ট করেছেন।

অন্বেষা এইসব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এক বছর পূর্তির অনেক শুভেচ্ছা, আমার ভালোবাসা….উফ কী সাংঘাতিক একটা জার্নি, কিন্তু বিশ্বাস কর এই সফরের প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। তুমি যা কিছু করেছো সবের জন্য ধন্যবাদ, আমাদের প্রতিটা ঝগড়ার জন্যই আজ আমরা এইখানে। মা জিজ্ঞাসা করে তুমি আমাকে প্রথম যে বেলুনটা দিয়েছিলে সেটা আজও কী করে জ্বলে এবং তার ভিতরটা আজও কী করে হাওয়ায় ভরপুর? আমি বলি এটাই ভালোবাসা (তা শুনে অবশ্য মা গোল গোল করে চোখ পাকায় আমায় দেখে) আর একমাস পরেই বাড়ি আসছি,
তোমার কাছে। আই লাভ ইউ।’ মেয়ের এমন পোস্ট দেখে স্বস্তিকা জানতে চেয়েছেন, ‘তবে আমার সঙ্গে বাড়িতে কে থাকবে?’ অন্যদিকে, স্বস্তিকার বোন অজপা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ভাবা যায়…দুজনকে অনেক অভিনন্দন, ভালোবাসায় থেকো।’

Related Articles