শার্ট থেকে ফুটে উঠেছে স্তনবৃন্ত, জনপ্রিয় অভিনেতাকে ‘ব্রা’ কেনার পরামর্শ শ্রীলেখার
প্রায়শই কোনো না কোনো বিষয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে দেখা যায় শ্রীলেখা মিত্রকে।

বর্তমানে যেন বিতর্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। প্রায়শই কোনো না কোনো বিষয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে দেখা যায় শ্রীলেখা মিত্রকে। অভিনেত্রীর অনুরাগীরা যদিও তাঁকে পছন্দ করেন, তবে বেশিরভাগ নেটিজেনই সুযোগ পেলে তাঁকে ট্রোল করতে শুরু করে দেন। যদিও, কোনো কিছুকেই পাত্তা দিতে চান না তিনি। নিজের মতো করেই আত্মবিশ্বাসের সঙ্গে বেঁচে থাকতে পছন্দ করেন তিনি।
মাঝে কিছুদিন বিরতির পর আবারও খবরের শিরোনামে শ্রীলেখা মিত্রের নাম। এবার, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের পোস্টে মন্তব্য করার দরুন তাঁর নাম চর্চার কেন্দ্রে। গত শুক্রবারে সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে একটি ফটো শেয়ার করেন। সেই ফটোতে তাঁকে অফ হোয়াইট শার্ট ও ধুতি-প্যান্ট পরে থাকতে দেখা যায়। এই ফটোতেই এক বিতর্কিত মন্তব্য করে বসেন শ্রীলেখা মিত্র।
সুজয়প্রসাদের ফটোয় তাঁর স্তনবৃন্ত বেশ স্পষ্টভাবে দৃশ্যমান, এই বিষয়টিকেই কেন্দ্র করেই মন্তব্য করেন শ্রীলেখা। তিনি বলেন, “চল ব্রা শপিং করাই তোকে”। এই মন্তব্যের প্রত্যুত্তরে সুজয়প্রসাদ লেখেন, “মোটেও না… বেশ কেমন ফুলের মতো ফুটে উঠেছে”। কমেন্ট থ্রেডটি যদিও এখানেই শেষ হয়নি। বহু নেটিজেন শ্রীলেখার মন্তব্যের জবাবে তাঁকে কাঠগড়ায় দাঁড় করান। এই কমেন্ট থ্রেডে শ্রীলেখা বিরোধিতা করতে দেখা যায় তাঁর অনুরাগীদেরও।
খোদ শ্রীলেখার এক অনুরাগী লেখেন, “আপনাকে অনেক পছন্দ করি। আপনার সেন্স অফ হিউমারও আমার বেশ পছন্দ। কিন্তু কমেন্টটা কেন জানি না, ভালো লাগল না”। উল্লেখ্য, সুজয়প্রসাদকে নাকি বরাবরই ‘নারীসুলভ মোটা পুরুষ’-এর তকমা পেতে হয়েছে। এমনটা এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “একজন নারীসুলভ মোটা পুরুষ, এটাই যেন আমার পরিচয় হয়ে উঠেছিল। শিক্ষক-শিক্ষিকা সহ বহু মানুষ আমার সঙ্গে এমন আচরণ করতেন। কেউ কেউ আমার বাবা-মাকে বলেছিলেন, আপনার ছেলে একটু মেয়েলি মতো। দেখুন ওকে ছেলেতে পরিণত করতে পারেন কিনা”। যদিও, তিনি এইসবের পরেও আত্মবিশ্বাস হারাননি বলে জানান। তাঁর কথায়, “আমি নিজের আত্মবিশ্বাস হারায়নি। জীবনের সব বিষয়েই আমি ভীষণ আত্মবিশ্বাসী”।