×

হাঁটুর বয়সী অভিনেতার সঙ্গে ফুলসজ্জায় মজলেন শ্রাবন্তী! মুহূর্তে ভাইরাল ভিডিও

কমলা-গোলাপী বর্ণের কাতান বেনারসি, মাথায় সোলার মুকুট ও ওড়না, গা ভর্তি সোনার গয়না, হাতে আলতা, কলকে আঁকা সাজে শ্রাবন্তীকে মডেল রবি সাউয়ের সঙ্গে বিভিন্ন রকমের পোজে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় যোগাযোগের এক দুর্দান্ত মাধ্যম হয়ে উঠেছে। এই মাধ্যমের দৌলতে তারকারা বর্তমানে সরাসরি দর্শকদের সঙ্গে তথা অনুরাগীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পাচ্ছেন। সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যবস্থা চালু হওয়ার পর থেকে তারকারা যেমন দর্শকদের বিভিন্ন মতামত জানতে পারেন, অনুরাগীদের কাছে যেমন প্রশংসিত হন। তেমনই বহুবার নেটিজেনদের কাছের ট্রোলের শিকারও হন।

বিভিন্ন ইন্ডাস্ট্রির বহু অভিনেতা ও অভিনেত্রী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। এই তালিকা থেকে বাদ যায়নি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিও। বাংলা সিনেমা জগতের প্রায় সবারই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে কিছুজন আছেন, যাঁরা তেমন একটা সক্রিয় নন। কিন্তু এরই মধ্যে বহু তারকা আছেন, যাঁরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সক্রিয় থাকেন। তাঁদের কিছু পোস্টের কমেন্ট বক্স যেমন প্রশংসায় ভরে যায়। তেমনই এমনও অনেক পোস্ট আছে, যেগুলোতে কটাক্ষপূর্ণ মন্তব্যের বৃষ্টি হয়।

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তীর একটি ভিডিওকে কেন্দ্র করে এমনই পরিস্থিতির সৃষ্টি হল। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষপূর্ণ মন্তব্যে ভরে যেতে দেখা পোস্টকারী পেজের কমেন্ট বক্স। গত ১৭ই মার্চ তারিখে ‘রুদ্র সাহা অফিসিয়াল’ (Rudra Saha Official) নামক একটি ইন্সটাগ্রাম আইডি থেকে অভিনেত্রী শ্রাবন্তীকে ট্যাগ করে একটি ভিডিও পোস্ট করা হয়।

ভিডিওটিতে শ্রাবন্তীকে এক যুবকের সঙ্গে নববধূর বেশে দেখা যায়। কমলা-গোলাপী বর্ণের কাতান বেনারসি, মাথায় সোলার মুকুট ও ওড়না, গা ভর্তি সোনার গয়না, হাতে আলতা, কলকে আঁকা সাজে শ্রাবন্তীকে মডেল রবি সাউয়ের সঙ্গে বিভিন্ন রকমের পোজে দেখা যায়। মডেল রবি সাউয়ের পরণে ছিল লাল রঙের পাঞ্জাবি।

এই ভিডিও দেখে এক নেটিজেন কটাক্ষের সুরে মন্তব্য করে বলেন, “মাঝে মধ্যে মনে হয়, বহুবিবাহ করার জন্য এর জন্ম”। একই সুরে অপর নেটিজেনের মন্তব্য, “মনে হচ্ছে আবার একটা বিয়ে খাবো দিদির”। কটাক্ষপূর্ণ আক্রমণ থেকে বাঁচতে পারেন মডেল রবি সাউও। মডেলের প্রসঙ্গ টেনে এক নেটিজেন বলেন, “সন্তানসম ছেলের সঙ্গে এসব হয় কী করে?…..ভয় হয় কোনোদিন না ফুলশয্যার ফটোশুট করে ফেলে”।

Related Articles