×

‘আমি আর থামতে রাজি নই’, বিস্ফোরক অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তিনি বাংলা সিনেমার জগতে জিৎ (Jeet), দেব (Dev), সোহম (Sohom), হিরণ (Hiran) ও শাকিব খানের মতো জনপ্রিয় অভিনেতাদের বিপরীতে নায়িকারূপে অভিনয় করেছেন। অনেক কম বয়সেই তথা ১৯৯৭ সালে তিনি ‘মায়ার বাঁধন’ সিনেমার হাত ধরে অভিনয় জীবনের যাত্রা শুরু করেছিলেন। এরপরে তিনি ‘চ্যাম্পিয়ন’ (Champion) সিনেমায় নায়িকারূপে আত্মপ্রকাশ করেন। তাঁর সেই যাত্রা এখনও অব্যাহত।

কর্মজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বেশ রঙিন। জীবনের ভিন্ন ভিন্ন সময়ে তিনি ভিন্ন ভিন্ন ব্যক্তি তথা পরিচালক রাজীব কুমার, মডেল কৃষাণ বিরাজ ও রোশন সিং-কে বিয়ে করার জেরে একাধিকবার খবরের শিরোনামে এসেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। নিজের বিভিন্ন ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়া আইডিতে শেয়ার করেন তিনি। এইজন্য তাঁকে বহুবার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ট্রোলিং-এর শিকারও হতে হয়েছে। তবে কোনোকিছুতেই দমে থাকতে চাননি তিনি। নিজের শর্তে নিজের মতো করেই জীবন অতিবাহিত করতে বিশ্বাসী তিনি।

কিছুদিন আগে শীতের মাঝে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ফটো শেয়ার করেছিলেন। ফটোটিতে তাঁকে থাইস্লিট ফ্লোরাল প্রিন্টেড গাউন পরে থাকতে দেখা যায়। পোশাকের সঙ্গে ম্যাচিং করে কানের দুল ও মানানসই হাই হিল গামবুট পরে তাঁকে গাড়ির গ্লাস উইন্ডোতে হাত দিয়ে হেলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শীতের আমেজের মাঝে তাঁর ফটোটি বেশ উষ্ণতার মেজাজ বয়ে এনেছিল পুরুষ নেটিজেনদের মনে।

ফটোটির ক্যাপশনে লেখা ছিল, “আমি অপ্রতিরোধ্য”। সোজা ভাষায় বললে, এর অর্থ “আমি থামতে রাজি নই”। স্বাভাবিকভাবেই এই ক্যাপশন নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়। এক নেটিজেন ক্যাপশনের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন, “আপনি সত্যিই অপ্রতিরোধ্য”। যদিও কেউ আবার কটাক্ষের সুরে প্রশ্ন করেন, “এ কেমন পোজ রে বাবা!” সবমিলিয়ে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়ার মাঝে ভাইরাল হয়ে যায় শ্রাবন্তীর এই ছবি।

Related Articles