ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর কাছে কত টাকা খরপোশ চেয়েছেন শ্রাবন্তী? টাকার অঙ্ক শুনলে চোখ উঠবে কপালে
টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)।

টলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। বরাবরই খবরের শিরোনামে থাকেন এই নায়িকা। সমালোচনা কিছুটা কম হয় না এই নায়িকাকে নিয়ে। বলা যেতে পারে সোশ্যাল মিডিয়ার সব থেকে বেশি ট্রোল হয় এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কটাক্ষের শিকার হতে হয় শ্রাবন্তী চ্যাটার্জীকে। তার বিয়ে বিচ্ছেদ এবং প্রেম নিয়ে সাধারণ মানুষ বরাবরই আগ্রহী। বলা যেতে পারে শ্রাবন্তী চ্যাটার্জির জীবনের ঘটনা সোশ্যাল মিডিয়ার পাতায় একেবারে হট টপিক।
শ্রাবন্তী চ্যাটার্জীর ব্যক্তিগত জীবন নিয়ে একসময় প্রচুর কাঁটাছেড়া করা হয়েছে। এখনো করা হয়। যদিও আগের তুলনায় সেই পরিমাণটা একটু কমেছে। তিন তিনবার বিয়ে করেছেন এই অভিনেত্রী। কিন্তু একটি বিয়েও টেকেনি তাঁর। বর্তমানে এই অভিনেত্রী তাঁর ছেলে ঝিনুকে নিয়ে একাই থাকেন। বিয়ে ভাঙলেও অভিনেত্রী প্রেম করছেন এমন গুঞ্জন শোনা গিয়েছে বহুবার। অভিনেতা সোহেল দত্তর সাথে নাকি প্রেমের সম্পর্ক ছিল এই অভিনেত্রীর। তবে সেই সম্পর্ক ভেঙে যায় এবং বর্তমানে নিজের জিম ট্রেনারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী।
কিছুদিন আগে শ্রাবন্তী চ্যাটার্জি ও প্রসেনজিত চ্যাটার্জি অভিনীত ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমাটি মুক্তি পেয়েছে বড় পর্দায়। এখন তিনি ‘জি বাংলা’র জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্সে’র বিচারকের আসন দখল করে রয়েছেন। বেশ ভালো টাকাই উপার্জন করেন এই অভিনেত্রী। এত টাকা উপার্জন করেও নাকি এই অভিনেত্রী তাঁর প্রাক্তন স্বামীদের থেকে খোরপোশ হিসেবে লক্ষ লক্ষ টাকা দাবি করেছেন।
শ্রাবন্তী চ্যাটার্জির তৃতীয় স্বামী রোশন সিং- এর থেকে কত টাকা খোরপোশ দাবি করেছেন অভিনেত্রী তা কি জানেন? শিখ ধর্মমতে রোশনের সাথে শ্রাবন্তী বিয়ে করেন। কিন্তু বিয়ের এক বছর বেরোতে না পেরেতেই সেই সম্পর্কে ঘটে বিচ্ছেদ। এখনো সেই বিচ্ছেদের নিষ্পত্তি ঘটেনি। জানা যায় শ্রাবন্তী চ্যাটার্জী রোশনের থেকে ৭ লক্ষ টাকা খোরপোশ দাবি করেছেন। রোশন এই বিপুল পরিমাণ টাকা দিতে রাজি হননি, যে কারণে তাদের ডিভোর্সের মামলা এখনো আদালতে বিচারাধীন।
২০১৯ সালে রোশন সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। এর আগে মুম্বইয়ের এক মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়েও টেকেনি। শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম স্বামী পরিচালক রাজীব চ্যাটার্জী। শ্রাবন্তী ও রাজিবের ঘরেই জন্ম নেয় তাদের পুত্র সন্তান ঝিনুক।