×

স্বামীর সঙ্গে মনোমালিন্য থেকে অন্য নায়কের সঙ্গে প্রেম! অবশেষে মুখ খুললেন ‘গাঁটছড়া’র খড়ি

এরকমই এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। তাঁর অভিনয় দেখা গেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক 'গাঁটছড়া' (Gaachhora)-এ।

এই পৃথিবীতে বহু মানুষেরই বিনোদন পছন্দ। এমন অনেক মানুষ রয়েছেন, যারা ভাষার বেড়াজাল নির্বিশেষে হলিউড (Hollywood) হোক বা বলিউড (Bollywood), টলিউড (Tollywood) হোক বা কলিউড (Kollywood), বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রির ধারাবাহিক বা ওয়েব সিরিজ পছন্দ করেন। অনেকেই আছেন বিনোদন জগতের হাত ধরে মনোরঞ্জন করার সঙ্গে তারকাদের নিয়ে বিভিন্ন রকমের তথ্য জানতেও আগ্রহ প্রকাশ করেন।

চলচ্চিত্র হোক বা ধারাবাহিক বর্তমানে উভয়েরই জনপ্রিয়তা তুঙ্গে। সিনেমার নায়ক-নায়িকাদের নাম বরাবরই চর্চায় থেকেছে, সেই সাদা-কালো সিনেমার সময় থেকেই চলচ্চিত্রের অভিনেতা ও অভিনেত্রীদের নাম খবরের শিরোনামে দেখা যেত। তবে আজকাল বিনোদনপ্রেমীদের পছন্দ শুধুমাত্র চলচ্চিত্র পর্যন্তই সীমাবদ্ধ নেই, পছন্দের বিস্তার ঘটেছে ধারাবাহিকের জগতেও। যার ফলে, বর্তমানে জনপ্রিয়তার নিরিখে ধারাবাহিকের বহু অভিনেতা-অভিনেত্রীই সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখছেন।

এরকমই এক জনপ্রিয় অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। তাঁর অভিনয় দেখা গেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gaachhora)-এ। এই ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে তিনি পৌঁছে গেছেন প্রায় প্রত্যেক বাঙালির ঘরে ঘরে। তাঁর অভিনয়ের বিস্তার ঘটেছে ওয়েব সিরিজ ও সিনেমার সাম্রাজ্যেও। উল্লেখ্য, এর আগে ইচ্ছেনদী, প্রথম কাদম্বিনী ধারাবাহিকে তাঁকে অভিনয় করতে দেখা গেছিল।

অনেকেই দর্শকই হয়তো জানেন না যে, তাঁদের প্রিয় অভিনেত্রী শোলাঙ্কি বিবাহিত। ইচ্ছে নদী ধারাবাহিকে অভিনয় করার পরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি দিয়েছিলেন। তবে কিছুদিন পরে তিনি কলকাতায় ফিরে এসে আবার অভিনয় শুরু করেন। বর্তমানে টলিউডের এক নায়কের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন রটেছে। তিনি যদিও ব্যক্তিগত বিষয়ে মুখ খুলতে রাজি নন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় গুঞ্জন জন্ম নিলে সমাপ্তি দেখা মুশকিল। একটি নেটিজেন এই বিষয়ে জিজ্ঞাসা করলেও ঘুরিয়ে উত্তর দিলেন তিনি। উক্ত ব্যক্তি প্রশ্ন করেছিলেন, “আপনি গসিপ কীভাবে সামলান?” এর উত্তরে শোলাঙ্কি জবাব দিয়েছিলেন, “আমি গসিপ সামলাই না, উপভোগ করি”।

Related Articles