×

ঋদ্ধি নয়, এই ব্যক্তিকে মন দিয়ে বসেছেন ‘গাঁটছড়া’র খড়ি, রইল শোলাঙ্কির প্রেমিকের পরিচয়

'গাঁটছড়া' (Gatchhora) ধারাবাহিকের দৌলতে বাংলার মহিলাদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন শোলাঙ্কি রায়

‘গাঁটছড়া’ (Gatchhora) ধারাবাহিকের দৌলতে বাংলার মহিলাদের প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন শোলাঙ্কি রায় (Sholanki Roy)। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের হাত ধরে তিনি পরিচিতি পান। যদিও তিনি জনপ্রিয়তা পান ‘গাঁটছড়া’ (Gatchhora) ধারাবাহিকের দৌলতে। এই ধারাবাহিকে অভিনয়ের জেরে তিনি বাঙালি পরিবারের মহিলাদের প্রিয় ‘খড়ি’ হয়ে ওঠেন।

তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল কালার্স বাংলা চ্যানেলের ধারাবাহিক ‘কথা দিলাম’-এর হাত ধরে। সেই সফর তাঁর এখনও অব্যাহত। একে একে ‘সাত ভাই চম্পা’, ‘জামাই রাজা’, ‘ফাগুন বউ’, ‘প্রথমা কাদম্বিনী’-তে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তিনি টেলিভিশন পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন। ‘ধান্দাবাজ ব্লুজ’, ‘পাপ’, ‘মন্টু পাইলট’-এর মতো ওয়েব সিরিজে তিনি নিজের অভিনয়ের ছাপ ছাড়েন। আবার, ২০২২ সালের ৪ঠা ফেব্রুয়ারি ‘বাবা বেবি ও’ (Baba Baby O) সিনেমার হাত ধরে তিনি বড়ো পর্দায় আত্মপ্রকাশ করেন।

কলকাতার মেয়ে শোলাঙ্কি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অভিনয় সফরের মাঝেই ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের পরে তিনি ২০১৮ সালে নিউজিল্যান্ডের ব্যাঙ্কার শাক্য বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৈবাহিক জীবনে পা দেওয়ার পরে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরেই তাঁকে কলকাতায় ফিরে আসতে দেখা যায় এবং জীবনের নতুন অধ্যায় শুরু করতে দেখা যায়। এই নতুন অধ্যায়ে তিনি নতুন করে পরিচয় অর্জন করেন। এইসবের মাঝেই অপর একজনের সঙ্গে এবার তাঁর নাম জড়িয়েছে, যদিও সবই এখনও পর্যন্ত জল্পনাই। জানেন তাঁর নাম কী?

জল্পনার সূত্রপাত ঘটেছে খড়ির বন্ধু সোহমের এক ইনস্টাগ্রাম স্টোরির জেরে। তাঁর স্টোরিতে একটি ফটোতে শোলাঙ্কি ও স্বয়ং সোহমকে ফ্রেমবন্দি হতে দেখা গিয়েছে। ফটোটিতে দুজনকে অন্যান্য বন্ধুর উপস্থিতিতে আয়নার সামনে দাঁড়িয়ে একটি গ্রুপ সেলফি তুলতে দেখা গেছে। এই ফটো দেখেই শোলাঙ্কি ভক্তদের মনে প্রশ্ন জেগেছে। সূত্রের খবর, দুইজনের সম্পর্ক নতুন নয়, বেশ পুরোনো। বর্তমানে দুইজনের সম্পর্ক নাকি বন্ধুত্ব থেকে প্রেমে উন্নীত হয়েছে। যদিও, অভিনেত্রী এই বিষয়ে নীরবতা বজায় রেখেছেন, স্পষ্টভাষায় কোনো প্রতিক্রিয়া দেননি।

Related Articles