×

Rituparna Sengupta: কাছের মানুষকে হারালেন ঋতুপর্ণা, শোকে পাথর অভিনেত্রী

গত সোমবার রাতের দিকে ইহলোক ছেড়ে চলে গেলে জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল (Masum Babul)।

দোলের আনন্দে পাওয়া গেল বিষন্নতার সুর। এমনটাই ঘটল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) জীবনে। সবাই যেখানে দোলের (Holi) অংশ হয়ে আবির খেলায় মেতে রয়েছেন। সেখানে অভিনেত্রী ঋতুপর্ণার মনের রং ফিকে হয়ে গেছে কাছের মানুষকে হারিয়ে। তাঁর এক প্রিয় মানুষ প্রয়াত হয়েছেন। ফলস্বরূপ, রঙের মাঝেও সাদাকালো হয়ে গেছে তাঁর দোলের দিনটি।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুলের প্রয়াণ ঘটেছে। প্রায় দেড় বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। গত সোমবার রাতের দিকে ইহলোক ছেড়ে চলে গেলে জনপ্রিয় নৃত্য পরিচালক মাসুম বাবুল (Masum Babul)। তাঁর প্রয়াত হওয়ার খবর শোনার পর থেকেই অভিনেত্রীর মন ভালো নেই বলে খবর।

ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি মাসুম বাবুলের একটি ছবি পোস্ট করেন এবং সেই ছবির ক্যাপশনে লেখেন, “মন টা খুব খারাপ হয়ে গেলো… অনেক অনেক ছবি করেছি তোমার সাথে, বাবুল… কত গল্প, কত হাসি, দারুন দারুন কাজ… তুমি আমাকে বলতে “Magic Girl”… বড় তাড়াতাড়ি চলে গেলে… অনেক লড়াই করলে… এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাই – এর কাছে চলে গেলে… কত কাজ করেছি আমরা সবাই… সব স্মৃতি হয়ে গেলো…ভালো থেকো যেখানেই থাকো….”।

ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী। তবে তাঁর কর্মজীবন এপার বাংলা পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি। তিনি ওপার বাংলাতেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন। এদিকে, মাসুম বাবুল ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘বিক্ষোভ’ ও ‘কোটি টাকার কাবিন’-সহ একাধিক সিনেমায় নৃত্য পরিচালনা করেছিলেন। অসুস্থ হলে এদেশে চিকিৎসা করানোর পর তিনি বাংলাদেশে ফেরত যান। কিন্তু ২০২২ সালের অক্টোবর মাসে তাঁর শারীরিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। এই অবস্থায় চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু, খরচ চালানো অসম্ভব হয়ে পড়লে তাঁর আর চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অবশেষে, সোমবারে তিনি প্রয়াত হন।

Related Articles