×

জীবনের এই বড় ভুলের জন্য আজও আফসোস করেন রচনা ব্যানার্জী!

বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় নাম রচনা ব্যানার্জি (Rachana Banerjee)।

বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় নাম রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তিনি একসময়ে চুটিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) ও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakroborty) মতো অভিনেতাদের বিপরীতে নায়িকারূপে অভিনয় করেছেন। বর্তমানে তেমনভাবে তাঁকে আর বড়ো পর্দায় দেখা যায় না। ছোট পর্দার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে আজ তাঁর বাস।জীবনের অনেকটা পথ অতিক্রম করে ফেলেছেন। এই অবস্থায় হঠাৎ আফসোস প্রকাশ করলেন তিনি। ঠিক কী বিষয়ে তাঁর খেদ প্রকাশ চলুন জেনে নেওয়া যাক।

বাংলা সিনেমার পাশাপাশি তাঁকে উড়িয়া চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায়। কর্মজীবনে যে পথেই হেঁটেছেন, তিনি সেই পথেই সফলতা পেয়েছেন। তাঁর সমবয়সী অভিনেত্রীদের অনেকেই অভিনয় জগৎ ছেড়ে দিয়েছেন। কেউ ছোট পর্দার ধারাবাহিকে মা-শাশুড়ি চরিত্রে অভিনয় করতে শুরু করেছেন। কিন্তু তিনি ‘দিদি নং ওয়ান’ (Didi No. 1)-এর দৌলতে বর্তমানে সবার কাছে প্রিয় ‘দিদি’ হিসাবেই পরিচিত। কিন্তু, তারপরও তাঁকে অতীতের এক ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে।

তাঁর সেই ক্ষত নাকি পরিচালক ঋতুপর্ণ ঘোষের (Rituparno) সঙ্গে জড়িত। রচনা জানান, একবার ঋতুপর্ণ তাঁকে ‘দহন’ সিনেমায় অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময়ে দক্ষিণী সিনেমায় ব্যস্ত থাকার কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ঋতুপর্ণের সেই ছবিতে অভিনয় না করার আক্ষেপই তাঁর রয়ে গেছে।

তিনি আরও জানান যে, কর্মরত অবস্থায় সাউথ ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রি থেকে কেউ একবার বেরিয়ে গেল, তাঁর নাম ব্ল্যাকলিস্টেড হয়ে যায়। ঋতুপর্ণ তাঁকে তৎক্ষণাৎ বাংলায় ফিরে আসতে বলেছিলেন। এই অবস্থায় সাউথ ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে যাওয়ার ভয়ে ঋতুপর্ণর প্রস্তাব গ্রহণ করেননি বলে জানান তিনি।

Related Articles