×

নিজের বাবার কথা বলতে গিয়ে ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন রচনা, তুমুল ভাইরাল ভিডিও

বাংলা চলচ্চিত্র মহলের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন রচনা ব্যানার্জী।

বাংলা চলচ্চিত্র মহলের অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। যদিও শুধু বাংলা নয়, তাঁর জনপ্রিয়তার প্রসার সুদূর বিশ্ব। কারণ বাংলা বাদে প্রায় চার পাঁচ ভাষার ছবি করেছেন তিনি। এক কালে টলিউডে রীতিমতো দাপিয়ে বেরিয়েছেন তিনি। কিন্তু প্রায় এক শতকের উর্ধ্বে হয়ে গেল তিনি অভিনয় থেকে বিদায় নিয়েছেন। তিনি এখন কোনও ভাষারই ছবি করেন না। এমনকি শুধু বাংলা নয়, তিনি উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রিরও একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।

তবে এখন তাঁর একটাই পরিচয় বাংলার ‘দিদি নং ওয়ান’ (Didi No 1) হিসেবে। প্রায় এগারো বছরের অধিক সময় ধরে তিনি জি বাংলার জনপ্রিয় গেম শো “দিদি নং ওয়ান” এর সঞ্চালিকার দায়িত্বে রয়েছেন। তাঁর কথার যাদুতেই জনপ্রিয়তা বাড়ছে এই শোয়ের। মাঝে এই শো শেষ হওয়ার চাউর উঠলেও আপাতত সেই গুজবে ঘি ঢেলেছেন নির্মাতারা। তিনি আইনী মতে, এখনও বিবাহিত হলেও বহু বছর ধরে আলাদাই থাকেন। একা ছেলেকে মানুষ করছেন। কিছুদিন আগেই ঘুরে এলেন কাতার থেকে।

ছেলের বায়নায় আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচ দেখে এলেন, যা কিনা অভিনেত্রীর কথায় জীবনের সেরা অভিজ্ঞতা। যাই হোক, দেশে ফিরেই দিদি নং ওয়ান-এর মঞ্চে শ্যুটিং শুরু করলেন নায়িকা। সম্প্রতি এই মঞ্চ থেকেই একটি ভিডিও ভাইরাল হল অভিনেত্রীর। যদিও চলতি বছর বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জিকে হারিয়েছেন অভিনেত্রী এবং তারপর বেশ কিছুদিন কাজে মন বসাতে পারেননি তিনি। নিজেকে ঘরবন্দী করে নিয়েছিলেন। এদিন বাবাকে হারানোর বিষয়ে অভিনেত্রী জানালেন, বাবার সমর্থনের জন্যই আজ তিনি টলিউডের সফল অভিনেত্রী।

তাই যাঁরা এখনও বাবার সান্নিধ্যে রয়েছেন তাঁরা অত্যন্ত ভাগ্যবান। এদিন বাবার কথা বলতে বলতে কান্নায় ভেঙেও পড়েছিলেন রচনা। আসলে শুক্রবার, ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘প্রজাপতি’। ছবিটিতে দুই সুপারস্টার অভিনয় করছেন বাবা-ছেলের চরিত্রে। বাবা-ছেলের মিষ্টি মধুর সম্পর্ক তুলে ধরা হয়েছে এই ছবিতে। এদিন এই ছবির প্রচারের জন্যেই বাবার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন রচনা ব্যানার্জি।

Related Articles