×

যৌবন ধরে রাখতে রোজ এই কাজটি করেন রচনা ব্যানার্জী

তিনি জনপ্রিয় অভিনেত্রী, একইসঙ্গে সবার প্রিয় দিদিও। তিনি আর কেউ নন, 'দিদি নং ওয়ান' (Didi No. 1) অনুষ্ঠানের সঞ্চালক রচনা ব্যানার্জি।

তিনি জনপ্রিয় অভিনেত্রী, একইসঙ্গে সবার প্রিয় দিদিও। তিনি আর কেউ নন, ‘দিদি নং ওয়ান’ (Didi No. 1) অনুষ্ঠানের সঞ্চালক রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। বাঙালির ঘরে ঘরে তিনি ‘দিদি’ নামেই অধিক পরিচিতি। তবে এর আগে বহু প্রথম সারির অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন তিনি। বাংলা ভাষার সিনেমা ছাড়াও, ওড়িয়া ও দক্ষিণী সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

বর্তমানে তিনি সিনেমার জগৎ ছেড়ে দিয়ে ছোট পর্দায় ‘দিদি’ হতে ব্যস্ত। জি বাংলা চ্যানেলের (Zee Bangla Channel)’দিদি নং ওয়ান’ শো সঞ্চালনার মধ্যে দিয়ে তিনি বহু মহিলার প্রিয় দিদি হয়ে উঠেছেন। শোয়ে সঞ্চালনা করা ছাড়াও যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি নিজের ইনস্টাগ্রাম আইডি বানিয়েছেন। সেই আইডিতে তিনি ভালোই সক্রিয় থাকেন। কখনও সাবেকি লুকে, আবার কখনও পাশ্চাত্য লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দেন তিনি।

তিনি নিজের সোশ্যাল মিডিয়া আইডি থেকে কোনো কিছু পোস্ট করলেই বয়ে যায় প্রশংসার বন্যা। এইসবের মাঝে সব ফটো বা ভিডিওতে একটি বিষয় ধরা পড়ে এবং সেটি হল অভিনেত্রীর চিরহরিৎ যৌবন। অভিনেত্রীর বর্তমান বয়স পঞ্চাশ ছুঁইছুঁই তথা ৪৮ বছর হলেও, দেখতে এখনও কম বয়সী নারীদের মতো। তাঁর এই রূপের রহস্য জানতে চান? পড়ে ফেলুন এই প্রতিবেদন।

খাদ্যাভাসের কথা উঠলে তিনি কড়া নিয়ম পালন করেন। বাইরের খাবার একদম ‘না’ অভিনেত্রীর। একইসঙ্গে লাউয়ের জুস ও উচ্চের জুস তাঁর খাদ্য তালিকায় থাকেই। এছাড়াও, খাদ্য তালিকায় সবজি ও ফলের উপস্থিতি তাঁর সৌন্দর্য বজায় থাকার অন্যতম রহস্য। তিনি নিয়মিতরূপে প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে জল পান করেন বলে জানিয়েছেন।

ত্বকের যত্নের কথা উঠলে, সানস্ক্রিন তালিকায় সবার আগে থাকে। তিনি সানস্ক্রিন ছাড়া বাইরেই বেরোন না। স্ক্রাবিং ও টোনিং তাঁর রূপচর্চার তালিকায় থাকেই। অভিনেত্রী চুলের বেশ যত্ন নেন। টেনশনকে তিনি শরীরে স্থূলতা আসার অন্যতম কারণ বলে মনে করেন। আর তাই রূপ বজায় রাখতে টেনশন থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

Related Articles