×

নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জি, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

পূজা ব্যানার্জি অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ।

পূজা ব্যানার্জি অভিনয় জগতের এক জনপ্রিয় মুখ। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা দেব, হিরণ ও মিমো চক্রবর্তীর বিপরীতে নায়িকরূপে কাজ করেছেন। এছাড়াও মুম্বাইয়ে টেলিভিশনে ‘তুঝ সাং প্রীত লাগায়ী সাজনা’ (Tujh Sang Preet Lagai Sajna), ‘সর্বগুণ সম্পন্না’ (Savgunn Sampanna), ‘বৈষ্ণব দেবী: কাহানি মাতা রানী কি’ (Vaishno Devi- Kahani Mata Rani ki)-এর মতো একাধিক হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। তাঁকে ‘ঝলক দিখলা জা’ (Jhalak Dikhla Jaa), ‘কমেডি নাইটস বাঁচাও’ (Comedy Nights Bachao), ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-এর মতো বিভিন্ন রিয়্যালিটি শোতেও দেখা গিয়েছে। যার ফলে তিনি বাংলার বাইরেও বেশ পরিচিতি লাভ করেছেন।

এ তো গেল কর্মজীবনের কথা। তাঁর ব্যক্তিগত জীবনও অনেকটা সিনেমার প্রেম কাহিনীর মতো। তিনি ‘তুঝ সাং প্রীত লাগায়ী সাজনা’ ধারাবাহিকের সহ অভিনেতা কুণাল ভার্মা (Kunal Verma)-এর সঙ্গে ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ঐ বছরেই অক্টোবর মাসে পুত্রসন্তানের জন্ম দেন, নাম রাখেন কৃষিভ (Krishiv)।

তিনি এক পুত্রসন্তানের মা এবং বয়স তাঁর ৩৬ হলেও, তিনি নিজের যৌবন এখনও ধরে রেখেছেন। তাঁর ছবি এখনও বহু পুরুষের মনে ঝড় ওঠাতে সক্ষম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম আইডিতে মিলিয়ন ফলোয়ার্স। তিনি বহুবার ওয়েস্টার্ন পোশাকে ছবি পোস্ট করার মাধ্যমে পুরুষদের রাতের ঘুম উড়িয়েছেন। এবারটাও অন্যথা হল না। সম্প্রতি প্রকাশ্যে আসা তাঁর নতুন ছবি ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়।

ছবিতে তাঁকে ব্যাক ড্রপ পোজে খোলা চুল ও ন্যুড মেকআপ সহকারে থাই হাই স্লিট নেটের ড্রেস পরে থাকতে দেখা যায়। পোশাকের ম্যাটেরিয়াল নেটের হওয়ার কারণে তাঁর শরীরের বিভিন্ন অংশ স্পষ্ট দেখতে পাওয়া যায়। এখনও উষ্ণতার হাতছানি দিতে সক্ষম পূজার এই রূপ। মা হওয়ার পরেও কীভাবে তিনি সৌন্দর্য বজায় রেখেছেন? রহস্য জানতে মরিয়া নেটিজেনরা।

Related Articles