রঙিন বিকিনিতে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, নেটদুনিয়ায় ঝড় তুললেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষ
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। অভিনেত্রীর বয়স প্রায় চল্লিশের কোঠায়, কিন্তু অভিনেত্রী ত্বকের জেল্লা ও ফিগার দেখে তা বোঝার উপায় নেই। ইদানিং সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝেমধ্যেই ভাইরাল হতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। মাঝেমধ্যেই তিনি তাঁর হট পোজের কিছু ছবি আপলোড করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। অ্যাওয়ার্ড শো এর মঞ্চ থেকে শুরু করে বিচের ধারে ছুটি কাটানোর নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন মনামী। সম্প্রতি এমনই কিছু ছবি আবার শেয়ার করেছেন তিনি। আর সেই ছবিগুলোকে ঘিরেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা।
কিছুদিন আগেই থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন মনামী। থাইল্যান্ডে বিচের ধারে সময় কাটানোর মুহূর্তের একগুচ্ছ ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। সেই ছবি দেখেই রাতের ঘুম উড়েছেন নেটিজেনদের। ছবিগুলেতে মনামীকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। যদিও নিম্নাঙ্গে মনামী মাইক্রো মিনি পড়েছিলেন। সি বিচের ধারে ফ্লোটিং ব্রীজের উপর দাঁড়িয়ে ছিলেন মনামী। সেখানেই বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী।
মনামীর আপলোড করা এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছে। ছবিতে মনামীকে রোদ চশমা পরা ও মাথার চুল পরিপাটি করে বাধা অবস্থায় দেখা যায়। কখনো দূর থেকে, কখনো ক্লোজআপ শটে ছবি তুলেছেন মনামী। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। এছাড়া ছবির কমেন্ট বক্সে উপচে পরেছে অনুরাগীদের মন্তব্যে। যদিও এই অভিনেত্রী কে নিয়ে মাঝে মাঝে ট্রোলও করা হয়। সেই মতো সমালোচকদের বিভিন্ন মন্তব্যও লক্ষ্য করা গিয়েছে ছবির কমেন্ট সেকশনে। যদিও অভিনেত্রী কোনদিনই সমালোচকদের পাত্তা দেননি।
কিছুদিন আগেই শেষ হয়েছে স্টার জলসার ডান্স ডান্স জুনিয়র এর শুটিং। যদিও এখন এই অভিনেত্রীর হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তবে কাজের মাঝে কিছুটা সময় পেতেই ছুটি কাটিয়ে এলেন মনামী। জানা যাচ্ছে, খুব শীঘ্রই আবার বড় পর্দায় অন্যরকম চরিত্রে দেখা যাবে মনামীকে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমায় গীতা সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মনামী। ছবির লুক টেস্টও হয়ে গিয়েছে ইতিমধ্যে। সোশ্যাল মিডিয়ার পাতায় ‘গীতা সেন’ এর লুকে নজর কেড়েছেন মনামী।