×

খোলা পোশাকে উন্মুক্ত কালো ব্রালেট, হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী 'মিমি চক্রবর্তী' (Mimi Chakroborty)।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ‘মিমি চক্রবর্তী’ (Mimi Chakroborty)। সোজা সরলরেখায় ছিল না তার কর্মজীবন। অনেক কাঠখড় পুড়িয়ে তিনি আজ জনপ্রিয় ‘মিমি চক্রবর্তী’। তিনি প্রথমে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’তে অংশগ্রহণ করেন। তারপরে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায় এক গৌণ ভূমিকায় অভিনয় করেন। এরপরে ঋতুপর্ণ ঘোষ রচিত চিত্রনাট্য সম্পন্ন ‘গানের ওপারে’ ধারাবাহিকের তাঁকে দ্বিতীয়বার অভিনয়ের পর্দায় দেখা যায়। তারপরে অবশেষে, তিনি ‘বাপি বাড়ি যা’ সিনেমায় নায়িকারূপে অভিনয় করার সুযোগ পান।

২০১২ সালে শুরু হওয়া সেই যাত্রা এখনও অব্যাহত। বর্তমানে তিনি রাজনৈতিক জগতের অংশ হয়ে গেছেন। বাংলার শাসকদলের সাংসদ তিনি। রাজনৈতিক জগতের অংশ হয়েও তাঁর গ্ল্যামার একটুও কমেনি। আজও সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি বহু পুরুষের ঘুম ওড়ায়। সাংস্কৃতিক পোশাক হোক বা পশ্চিমী পোশাক, সবেতেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সম্প্রতি মিমির এমনই একটি লুক ধরা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। বর্তমানে শিমারী পোশাক বেশ ট্রেন্ডে রয়েছে। এই পোশাকেই নতুনরূপে দেখতে পাওয়া গেল সাংসদ অভিনেত্রীকে। কালো ব্রালেটের ওপরে ডিপ নীল শিমার কোটে দেখতে অপূর্ব লাগছিল অভিনেত্রীকে।

কোটের সমস্ত বোতাম উন্মুক্ত থাকায়, ভি কাট যুক্ত ব্রালেট স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছিল। ব্রালেটটি ডিপ নেক কাট বিশিষ্ট হওয়ায় বক্ষদেশ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। গলায় মানানসই চোকার তাঁর পোশাকের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সঙ্গে ন্যুড মেকআপ, ন্যুড শেডের লিপস্টিক ও মিডল পার্ট হেয়ার স্টাইল তাঁর সাজে পূর্ণতা দেয়।

Related Articles