×

টাইট পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা, নির্লজ্জের সমস্ত সীমা ছাড়ালেন অভিনেত্রী মধুমিতা সরকার

বাংলা অভিনয় জগতের জনপ্রিয় নাম মধুমিতা সরকার।

বাংলা অভিনয় জগতের জনপ্রিয় নাম মধুমিতা সরকার (Madhumita Sarkar)। তিনি ছোট পর্দার পাশাপাশি বড়ো পর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন। অভিনয় ও সৌন্দর্যের প্রতিযোগিতায় বহু উঠতি অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তাঁর নিজস্ব ইনস্টাগ্রাম আইডি আছে। সেই আইডি থেকে তিনি প্রতিনিয়ত ফটো ও ভিডিও পোস্ট করার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।

এই বঙ্গ ললনা সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি মূলত রিল ভিডিও। ভিডিওতে তাঁকে লাস্যময়ী অবতারে দেখে ঘাম ছুটল পুরুষ অনুরাগীদের। ভিডিওটিতে তাঁকে ডিপনেকযুক্ত সিলভার চেক ডিজাইন স্ট্রাইপ বিশিষ্ট কালো রঙের স্লিভলেস থাই-স্লিট টাইট পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। ড্রেসটি ডিপনেক বিশিষ্ট হওয়ায় বক্ষবিভাজিকা সুস্পষ্টভাবে দৃশ্যমান ছিল। খোলা চুলে আলাদাই দেখতে লাগছিল অভিনেত্রীকে।

কালো হরিণী অবতারে মধুমিতাকে দেখে চোখ সরাতে পারলেন না পুরুষ অনুরাগীরা। ভিডিওর ক্যাপশনে তিনি কিছু লেখেননি, শুধুমাত্র একটি ভালোবাসার ইমোজি দিয়েছিলেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘ইজাবেল লারোজা’ (Isabel Larosa)-এর ‘আই অ্যাম ইয়োর্স’ (I’m Yours) গান। আর এই গানের তালেই হোটেলের বারান্দায় নানারকমের পোজ দিতে দেখা গেল অভিনেত্রীকে।

অভিনেত্রীর অপরূপ সৌন্দর্য দেখে হুঁশ উড়ল নেটিজেনদের। অভিনেত্রীর কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এক নেটিজেন হুঁশ হারিয়ে ফেলার কথা জানিয়েছেন। আরেক নেটিজেন আবার তাঁর প্রেমে পড়ার কথা জানিয়েছেন। মধুমিতার ইনস্টাগ্রাম আইডি থেকে রিল ভিডিওটি পোস্ট করার হয়েছে ২৪ ঘন্টাও পেরোয়নি, এর মধ্যে প্রায় ৬৭ হাজারেরও অধিক মানুষ ভিডিওটি লাইক করে ফেলেছেন।

Related Articles