×

দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক? জানুন ভাইরাল হওয়া ছবির আসল সত্যতা

পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুর জন্যেই ভীষণভাবে প্রশংসিত হন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)।

বর্তমান প্রজন্মের টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন সেরা অভিনেত্রী তিনি। অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে নয় বরং নিজের যোগ্যতাতেই নিজেকে সুপারস্টার হিসেবে গড়ে তুলেছেন তিনি। পেশাগত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুর জন্যেই ভীষণভাবে প্রশংসিত হন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। অন্যান্য তারকাদের জীবনে যেখানে সব সময় তর্ক বিতর্ক লেগেই থাকে সেখানে এই অভিনেত্রীর জীবনে নেই এটুকু চর্চা। ‌এক কথায় তিনি ইন্ডাস্ট্রির একমাত্র অভিনেত্রী যাকে নিয়ে কখনো ট্রোল করতে দেখা যায় না দর্শকদের।

একসময় গোটা ইন্ডাস্ট্রিজ জুড়ে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে কাজের পরিমাণটা কিছুটা কমিয়ে নিলেও অভিনয়ের পাশাপাশি চুটিয়ে নিজের সংসার সামলাচ্ছেন তিনি। বেশ কয়েক বছর আগে অভিনেত্রী বিয়ে করেছেন জনপ্রিয় প্রযোজক নিষ্পাল সিং রানেকে। বর্তমানে এক সন্তান ও স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি।‌ পাশাপাশি একহাতে পালন করছেন বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির প্রতি কর্তব্য। অভিনেত্রী আগাগোড়াই সকলের সাথে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করেন।

অভিনেত্রীর ছেলে অর্থাৎ কবীরের বয়স বর্তমানে তিন বছর। ২০২০ সালে অভিনেত্রীর কোন আলো করে জন্ম নেয় কবীর। তবে সম্প্রতি সোশ্যাল মাধ্যমে গুঞ্জন উঠেছে যে ফের একবার মা হতে চলেছেন অভিনেত্রী। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল যে তিনি নাকি প্রেগন্যান্ট। রঞ্জিত মল্লিক নাকি ফের একবার হতে চলেছেন দাদু। এমনকি সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর বেশ কয়েকটি বেবিবাম্পের ছবি ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি নীল রঙের ড্রেসের সাথে হাতে হলুদ রঙের ফুল নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে খুশি মনে পোজ দিতে।

আর অভিনেত্রীর একটি হাত রাখা তাঁর বেবিবাম্পের ওপর। কোয়েলের লাজুক হাসিতেই ফুটে উঠছে তাঁর মনের মধ্যে থাকা খুশি। আর এই ছবি দেখে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাঁর অগণিত ভক্তদের দল। ছবিটি ভাইরাল হতেই গুঞ্জন উঠেছে যে অভিনেত্রী আবার মা হতে চলেছেন। যদিও পরে জানা যায় যে এই খবরটি সত্যি নয়। আসলে এই ছবিটি প্রায় বছর তিনেক আগের। যখন অভিনেত্রী গর্ভাবস্থায় ছিলেন তখনকার তোলা এই ছবিটি। ‌সেই ছবি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উঠেছে এধরনের গুঞ্জন।

Related Articles