কেউ কলেজের গন্ডি পেরিয়েছে তো কেউ মাধ্যমিকে ফেল! টলিউড নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা জানলে চোখ উঠবে কপালে
বর্তমানে টলিকুইনরা প্রায় দেশজুড়ে পরিচিত। কেউ অন্য রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন।

বর্তমানে টলিকুইনরা প্রায় দেশজুড়ে পরিচিত। কেউ অন্য রাজ্যের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন, তো কেউ অন্য রাজ্যে গিয়ে পুরস্কার অর্জন করেছেন। কেউ আবার পৌঁছে গেছেন সংসদেও। এই সমস্ত অভিনেত্রীদের অভিনয় জীবনের পাশাপাশি শিক্ষাজীবন কেমন ছিল জানতে চান? তাঁদের ডিগ্রি সম্পর্কে অবগত হতে চান? দেরি না করে পড়ে ফেলুন এই বিশেষ প্রতিবেদনটি।
■ ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta): নব্বই দশকের এই টলিউড সুন্দরী অভিনয়ের সঙ্গে পড়াশোনাতেও বাজিমাত করেছেন। তিনি লেডি ব্রেবোন কলেজ থেকে ইতিহাস বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেছেন।
■ স্বস্তিকা মুখার্জি (Swastika Mukharjee): টলিউডের এই দাপুটে নায়িকা অভিনয়ে দক্ষ হওয়ার পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
■ শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra): টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী জয়পুরিয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এরপরে কলকাতা বিশ্ববিদ্যালয় এমএ পড়েন।
■ কোয়েল মল্লিক (Koel Mallick): রঞ্জিত কন্যা পড়াশোনা শেষ করে তবেই অভিনয় জগতে পা দেন। তিনি গোখেল মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজি ডিগ্রি অর্জন করেছেন।
■ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty): টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী শাসকদলের বিধায়কও। তিনি আশুতোষ কলেজ থেকে ডিগ্রি বিএ অর্জন করেছিলেন। পড়াশোনা সম্পন্ন করে ধারাবাহিক জগতে পা দেন তিনি।
■ শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly): খুব কম বয়সে অভিনয় জগতের অংশ হওয়া এই অভিনেত্রী পড়াশোনাকে সমান গুরুত্ব দিয়েছিলেন। জানা গেছে, তিনি ম্যানেজমেন্টে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন।
■ নুসরাত জাহান (Nusrat Jahan): প্রায়শই খবরের শিরোনামে থাকা এই টলি কুইন অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাকেও গুরুত্ব দিয়েছিলেন। এই অভিনেত্রী ভবানীপুর কলেজ থেকে বিকমে সাম্মানিক ডিগ্রি অর্জন করেছিলেন।
■ শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee): শিশুশিল্পী হিসাবে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ হওয়া এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক তথ্য জানা গেলেও শিক্ষাজীবন নিয়ে তেমন কিছু জানা যায়নি। দাবি করা হয়, তাঁর অভিনয় জীবনের সূত্রপাত স্কুল পাশ হওয়ার আগেই হয়েছিল।
■ রচনা ব্যানার্জি (Rachana Banerjee): বাংলা সহ একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বর্তমানে টিভির এক জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা। এই অভিনেত্রীর শিক্ষাজীবন নিয়ে তেমন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা যায় তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন।