অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখোড়! জানুন ‘রানিমা’ দিতিপ্রিয়ার শিক্ষাগত যোগ্যতা
নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে খুব কম বয়সেই যারা অভিনয় জগতে নিজের পরিচয় তৈরি করেছেন, তাঁদের মধ্যে দিতিপ্রিয়া রায়

নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে খুব কম বয়সেই যারা অভিনয় জগতে নিজের পরিচয় তৈরি করেছেন, তাঁদের মধ্যে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অন্যতম। কিশোর বয়সে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করার মাধ্যমে নিজের হাতে নিজের পরিচয় তৈরি করেছেন দিতিপ্রিয়া রায়। এছাড়াও, তিনি পরিচালক সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করার মাধ্যমে ইতিমধ্যে সিনেমা জগতের সফরও শুরু করে দিয়েছেন।
২০১৭ সালে ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়। ধারাবাহিকে অভিনয় করার সময়ই তাঁর মাধ্যমিক পরীক্ষা পড়ে। সালটা ছিল ২০১৮, মাধ্যমিক পরীক্ষা ও ধারাবাহিকের শুটিং তিনি একইসঙ্গে চালিয়েছিলেন। দুই কাজের চাপ একসঙ্গে সামলেও কোনোটাই প্রভাবিত হয়নি তাঁর। পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে চমকে দিয়েছিলেন কিশোরী অভিনেত্রী।
ওই বছর মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছিলেন দিতিপ্রিয়া। উল্লেখযোগ্য ব্যাপার হল, তিনি জীবন বিজ্ঞান (Life Science) ও ভূগোলে (Geography) যথাক্রমে ৭০ ও ৭২ নম্বর পাওয়ার সঙ্গে ইংরেজিতে (English) লেটার মার্কস অর্জন করেছিলেন তিনি। বাকি বিষয়গুলোতে তাঁর প্রাপ্ত নম্বর ৬০-এর বেশি ছিল। নিয়মিত শুটিং-এর মাঝেও ফার্স্ট ডিভিশন নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন দিতিপ্রিয়া।
বর্তমানে জীবনের এই পর্যায়ে তিনি কেরিয়ার গড়তে ব্যস্ত। কিছুদিন আগেই তাঁকে ‘ডাকঘর’ ওয়েব সিরিজে অভিনেতা সুহোত্ৰ মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যায়। দর্শকদের এই জুটি বেশ ভালো লেগে যায়। বহু দর্শকের কাছে প্রশংসা পান এই জুটি। তবে এখনই হাত খালি নয়, দিতিপ্রিয়ার ঝুলিতে একাধিক প্রজেক্ট রয়েছে বলে খবর। কিশোর বয়সে সাফল্যের মুখ দেখে কুড়ি বছর বয়সে একের পর এক প্রজেক্ট তাঁর হাতে। যদিও এই সফরে তাঁকে পড়াশোনার সঙ্গ কখনও ছাড়তে দেখা যায়নি।