‘আমার বিয়ে দুদিনও টিকবেনা’, প্রকাশ্যে মুখ খুললেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়
দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও অভিনেতা সুহত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay)

দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) ও অভিনেতা সুহত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay) বর্তমান সময়ে বাংলা বিনোদন জগতের দুই সুপরিচিত অভিনেতা-অভিনেত্রী। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে পরিচালক অভিষেক সাহার নতুন ওয়েব সিরিজ ‘ডাকঘর’-এ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। নিজেদের ওয়েব সিরিজের প্রচারের জন্য সম্প্রতি তাঁরা তাঁদের ব্যক্তিগত জীবনসম্পর্কিত বেশ কিছু কথা ও ভক্তদের প্রশ্নের উত্তর এক ভিডিওতে দিয়েছেন।
‘হইচই’-এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিওতে দিতিপ্রিয়া-সুহত্র ভক্তদের লেখা ও প্রশ্ন পড়ে সেইসবের উত্তর দিয়েছেন। যেমন, অভিনেত্রীর উদ্দেশ্যে এক ভক্ত লিখেছেন যে রাজ্যের বহু মানুষ দিতিপ্রিয়াকে ‘ক্রাশ’ অর্থাৎ পছন্দের মানুষ হিসেবে দেখেন, সেইসব মানুষের সংখ্যা তিনি গুনতে পারবেন না। তবে এই কথায় সম্মতি জানাননি অভিনেত্রী। তাঁর মতে, এতসংখ্যক মানুষের তিনি যদি ক্রাশ হন তবে তিনি এতদিন ধরে সিঙ্গেল কীভাবে রয়েছেন! তাই এই বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।
আরেক ভক্ত অভিনেত্রীর প্রশংসা করে লিখেছেন, ‘প্রিয় দিতিপ্রিয়া, দেখতে দেখতে মোবাইলেতে তোমায় পেলাম ইনস্টাগ্রামে। চোখদুটো টানা টানা, স্বচ্ছ নীলাভ যেন স্বপ্ন বীণা।’ তবে শুধু দিতিপ্রিয়ার প্রশংসাই নয়, এইসব চিঠিতে সুহত্রর প্রতিও নিজেদের ভালো লাগা ভক্তরা মন খুলে জানিয়েছেএন। এমনকি, একাধিকবার ভালোবাসা জানানোর পর সেই মেসেজ খুলেও না দেখায় অভিযোগও করেছেন এক ভক্ত।
প্রশংসাসূচক বার্তা ও ভক্তদের ভালোবাসা পেয়ে যে দিতিপ্রিয়া ও সুহত্র উভয়েই আপ্লুত হয়েছেন তা বলাই বাহুল্য। এইসব ছাড়াও এক ভক্ত পর্দার বাইরে দিতিপ্রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন। উল্লেখ্য ওই নেটিজেনের মতে, খুব কম সময়ের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিতিপ্রিয়া। নিজের সম্পর্কে এমন তথ্য জানার পর মন্তব্যকারীর আত্মবিশ্বাস দেখে অবাক হয়েছিলেন অভিনেত্রী। তিনি উল্টে জানিয়েছেন, তাঁর বিয়ে হয়ে গেলেও দুই দিনের বেশি টিকবে না।