প্রকাশ্য মঞ্চে টলিউড সুপারস্টার প্রসেনজিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সহ অভিনেতা চিরঞ্জিতের
টলিউড ইন্ডাস্ট্রিতে ৮০ ও ৯০ দশকের অভিনেতা অভিনেত্রীদের কথা উঠলে সেখানে চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেকের কথা উঠবেই।

টলিউড ইন্ডাস্ট্রিতে ৮০ ও ৯০ দশকের অভিনেতা অভিনেত্রীদের কথা উঠলে সেখানে চিরঞ্জিত, প্রসেনজিৎ, তাপস পাল, অভিষেকের কথা উঠবেই। টলিউড থেকে বলিউড সমস্ত জায়গাতেই রয়েছে রেষারেষি। সামনে থেকে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে বন্ধুত্ব যতোটা দেখা যায়, ক্যামেরার পিছনে আদতেও সেরকমটা নয়। টলিউড ইন্ডাস্ট্রিতে এমনই দুই অভিনেতা হলেন চিরঞ্জিত ও প্রসেনজিৎ। জি বাংলার জনপ্রিয় টকশো ‘অপুর সংসার’এর মঞ্চে একসময় প্রসেনজিৎ কে নিয়ে খোলাখুলি বেশ কিছু মন্তব্য প্রকাশ করতে দেখা গিয়েছিল চিরঞ্জিতকে। সেই ভিডিওটি সম্প্রতিক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
জি বাংলার জনপ্রিয় টকশো ‘অপুর সংসার’এর সঞ্চালকের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় প্রতিভাবান অভিনেতা শাশ্বত চ্যাটার্জি (Saswata Chatterjee)। এই শোতেই শাশ্বত চ্যাটার্জির কিছু প্রশ্নের উত্তরে মন খুলে কথা বলতে দেখা যায় চিরঞ্জিত চক্রবর্তীকে। কর্পোরেটের চাকরি ছেড়ে তবেই অভিনয়ে এসেছিলেন চিরঞ্জিত। অনেকেই হয়তো জানেন না, অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও বটে। তাঁর আঁকা দেখলে প্রশংসা না করে উপায় নেই। স্বয়ং সত্যজিৎ রায় সৃষ্ট সন্দেশ পত্রিকার প্রচ্ছদ এঁকেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী৷
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় শাশ্বত চিরঞ্জিত চক্রবর্তী কে জিজ্ঞেস করেন এক সময় নাকি প্রসেনজিৎ একা ইন্ডাস্ট্রি টেনেছেন, প্রায় ৩০ বছর। এটা কতটা সত্যি বলে মনে করেন তিনি? এর উত্তরে চিরঞ্জিত পাল্টা প্রশ্ন করে যে, সেই সময় মিঠুন, তাপস, অভিষেক, আমি কেউ ছিলাম না? তাহলে প্রসেনজিৎ কিভাবে একা ইন্ডাস্ট্রি কে টেনে নিয়ে গেছে? এরপর চিরঞ্জিত চক্রবর্তী স্পষ্ট বলেন, এই কথার কোনো লজিক নেই।
এরপর চিরঞ্জিত চক্রবর্তী আরো বলেন যে, এখন ইন্ডাস্ট্রিতে কোনো স্টার নেই। হয়তো কখনো তৈরি হবে না। এই কথা বলতে কি তিনি বলেন বলিউডের রাজেশ খান্না ছিল একমাত্র সুপারস্টার যার পেছনে প্রডিউসার, ডিরেক্টর ছুটে বেড়াত। কিন্তু এখন যারা অভিনয় করে তারা প্রডিউসার, ডিরেক্টর দের পিছনে ছুটে বেড়ায় এবং যারা সেটা করে না তারা নিজেরাই নিজেদের ছবি প্রডিউস করে। এর উদাহরণ হিসেবে তিনি টলিউডের দেব ও জিতের কথা বলেছেন। কারণ দেব ও জিৎ নিজেদের ছবি নিজেরাই প্রডিউস করে।