×

সিদ্ধার্থের কোলে দুই খুদে কন্যা, আদৃতের ফেসবুক পোস্ট দেখে খুশিতে ডগমগ অনুরাগীরা

আদৃত রায় বর্তমানে জি বাংলার (Zee Bangla) 'মিঠাই' (Mithai) ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্র 'সিদ্ধার্থ মোদক'।

বাংলা ধারাবাহিক দেখেন, কিন্তু আদৃত রায়কে (Adrit Roy) চেনেন না, এমন খুব কম মানুষই আছেন। যদিও আদৃত রায়ের অন্য পরিচয়ও আছে, তিনি গায়কও। তবে, তিনি হয়তো ‘উচ্ছে বাবু’ হিসাবেই সারা বাংলা জুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়া (Social Media) অ্যাকাউন্টে দেখা যায় বঙ্গ ললনাদের ভিড়। কোনো কোনো ভক্ত তো তাঁর বিভিন্ন পোস্টে নিজের মনের কথাই জাহির করে ফেলেন।

আদৃত রায় বর্তমানে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে অন্যতম মুখ্য চরিত্র ‘সিদ্ধার্থ মোদক’ (Siddhartha Modak) তথা ‘উচ্ছে বাবু’ (Ucche Babu)-এর ভূমিকায় অভিনয় করছেন। টেলিপাড়ার এই হ্যান্ডসাম হাঙ্ককে দেখে মন হারাননি খুব কম বঙ্গ ললনাই আছেন। কিছুদিন ধরে তিনি নিজের ফেসবুক আইডি থেকে দূরত্ব বজায় রাখায়, ক্রমশ চিন্তার ভাঁজ পড়তে দেখা গেছিল মহিলা অনুরাগীদের কপালে। তবে তিনি আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেল তাঁদের।

এদিকে, যে ফটোর হাত ধরে আদৃত রায় আবার সোশ্যাল মিডিয়ায় ফিরলেন, সেই ফটো দেখেই চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা বঙ্গ ললনাদের। কারণ, আদৃত রায়ের দুই কোলে দেখা গেল দুই পরীকে। প্রশ্ন উঠতে শুরু করল, এই দুই পরীর পরিচয় কী? আদৃত রায়ের কী সম্পর্কে রয়েছে দুই ফুটফুটে পরীর সঙ্গে? চিন্তার কোনো কারণ নেই। কারণ, ফটোতে দৃশ্যমান দুই পরী আর কেউ না, ধারাবাহিকেরই অংশ তথা অতিপরিচিত দুই চরিত্র সৃষ্টি ও মিষ্টি। সৃষ্টি হল আদৃতের অনস্ক্রিন দিদিয়া নন্দা তথা কৌশাম্বীর মেয়ে। ফটোটি পোস্ট করে আদৃত ক্যাপশনে লিখেছেন, “দুই পরী”। ঠোঁটের মিষ্টি ও স্নিগ্ধ হাসি দেখে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে নেটিজেনদের।

অপরদিকে, পর্দায় আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীকে ভাইবোনের চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও, বাস্তবে দুইজনের সম্পর্কের পরিভাষা একটু অন্যরকমেরই। বেশ কিছুদিন আগে আদৃতের প্রেমিকার নাম হিসাবে কৌশাম্বীর নাম উঠে এসেছিল। যার ফলে, দুইজনের অফস্ক্রিন ও অনস্ক্রিন সমীকরণ প্রায়শই চর্চার কেন্দ্রে চলে আসতে দেখা যায়।

Related Articles