×

ছোট্ট পোশাক পরে সমুদ্র সৈকতে উদ্দাম নাচ ‘বাংলা মিডিয়াম’-এর শিক্ষিকার, ভাইরাল ভিডিও

বলিউড সিনেমা 'ওয়েলকাম' (Welcome)-এর 'উচা লম্বা কদ' (Uncha Lomba Kad) গানেতে নাচ করতে দেখা যায়। বিনা মেকআপেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিয়াশা।

বাংলা ধারাবাহিক জগতের এক জনপ্রিয় অভিনেত্রী তিয়াশা লেপচা (Tiyasha Lepcha)। জি বাংলা (Zee Bangla) চ্যানেলের ‘কৃষ্ণকলি’ (Krishnakali) ধারাবাহিকের হাত ধরে তিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে যান। পুরো বাংলা জুড়ে বাংলা ধারাবাহিক প্রেমী মানুষদের কাছে তিনি ‘শ্যামা’ (Shyama) নামে পরিচিত হন। যদিও জীবনের প্রথম ধারাবাহিকে তিনি পার্শ্বচরিত্রের ভূমিকাতেই অভিনয় করে অভিনয় জীবনের পথচলা শুরু করেছিলেন। পরবর্তীকালে ‘শ্যামা’-এর চরিত্র তাঁর জীবন দুয়ারে খ্যাতি এনে দেয়।

এরপরে তিয়াশাকে জি বাংলা চ্যানেলের (Zee Bangla) ‘রান্নাঘর’ (Rannaghor) শোয়েতে হোস্ট হিসাবে দেখা যায়। এইসবের মাঝে তিয়াশার জীবনে বয়ে যায় বেশ বড়ো ঝড়। সবকিছু সামলে তারপরে ২০২২ সালে ১২ই ডিসেম্বর তারিখ থেকে স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) ধারাবাহিকের হাত ধরে তিনি আবার অভিনয় জগতের সফর শুরু করেন।

সম্প্রতি তিনি বসন্তের শেষ ছুটি কাটাতে গেছেন। সেখানে তাঁর সঙ্গে কেউ আছে? না তিনি একলা আছেন, সেটা অজানা। তবে তিয়াশা যে বেশ আনন্দেই ছুটি কাটাচ্ছেন, এটা ঠিকই বোঝা যাচ্ছে। তিনি নিজের আনন্দময় মুহূর্ত ভিডিওরূপে ক্যামেরাবন্দী করে নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে রিল ভিডিও হিসাবে শেয়ার করেছেন। তাঁর তাতেই ধরা পড়েছে পাটায়া সি-বিচে তিয়াশার নৃত্য করার দৃশ্য।

ভিডিওটিতে তিয়াশাকে সাদা-কালো রঙের টু পিস পরে ইন্দিরা সি-বিচে দাঁড়িয়ে জনপ্রিয় বলিউড সিনেমা ‘ওয়েলকাম’ (Welcome)-এর ‘উচা লম্বা কদ’ (Uncha Lomba Kad) গানেতে নাচ করতে দেখা যায়। বিনা মেকআপেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিয়াশা। তিনি টু-পিসের সঙ্গে চোখে সানগ্লাস ও পায়ে সাদা রঙের বিচ স্লিপার্স পরেছেন।

তিয়াশাকে নতুন অবতারে দেখে অবাক হয়ে গেছেন তিয়াশা অনুরাগীরা। কেউ তাঁর পোশাকের প্রশংসা করেছেন। আবার কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। কিছু নেটিজেন আবার রিল ভিডিওতে তিয়াশা ও নীলকে একসঙ্গে দেখতে চেয়েছেন।

Related Articles