কি কারণে ক্রিকেটারের সঙ্গে প্রেম ভাঙল ঝিলিকের? গোপন কথা ফাঁস করলেন তিথি
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিথি বসু

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিথি বসু (Tithi Bose)। ছোটবেলা থেকেই তাঁর অভিনয় জগতে হাতে খড়ি। স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ ধারাবাহিকের অভিনয় করে গোটা বাংলার মানুষের মন জয় করেছিলেন তিনি। তবে এর আগে একটা সিনেমায় প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলের ভূমিকা অভিনয় করতে দেখা গিয়েছিল তিথিকে। যদিও এখন সেভাবে আর অভিনয় করতে দেখা যাচ্ছে না তিথি বসুকে। তিথিকে নিয়ে মাঝে মধ্যে তুমুল চর্চা হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। একাধিক কারণে তাকে বারংবার ট্রোলের শিকার হতে হয়েছে।
বছর কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলেন তিথি। সেখানে তিথি বিভিন্ন ছবি ও রিল ভিডিও আপলোড করেন। এ ছাড়া তিথির একটি নিজস্ব ইউটিউব (youtube) চ্যানেলও রয়েছে। তিথি প্রেম করছেন, দর্শকরা তাও জানতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বয়ফ্রেন্ডের সাথে একাধিক ছবি তিথি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন। কিন্তু মাস দুয়েক হতে বয়ফ্রেন্ডের সাথে বিচ্ছেদ ঘটেছে তিথির। সম্প্রতি তিথি তাঁর ইউটিউব চ্যানেল এই প্রসঙ্গে মুখ খুলেছেন।
গত ২৪ ডিসেম্বর ছিল তিথির জন্মদিন। তিথির জন্মদিনে তাঁর প্রেমিক দেবায়ুধ পাল এক ভালবাসা ভরা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জন্মদিনের পরের দিনই সম্পর্কে ইতি টানেন তিথি নিজেই। তিথি স্পষ্ট জানিয়েছেন, তিনি আর দেবায়ুধ আর একসঙ্গে নেই। এই প্রসঙ্গে তিথি লিখেছেন, “আমি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এরপর তিথি আরো বলেন, ”কোনও সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখনই সমস্যা। মা বাবারা সন্তানের ভাল চেয়ে হয়তো এগুলো করে থাকেন। হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না।” তিথির এই কথা স্পষ্ট যে তাদের সম্পর্কে পরিবারের হস্তক্ষেপের কারণেই তিথি সম্পর্ক থেকে সরে আসেন।
দেবায়ুধ একজন ক্রিকেট খেলোয়াড়। এর পাশাপাশি চাকরিও করেন তিনি। এর আগে প্রেমিকের জন্মদিন নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন তিথি। তিথি লিখেছিলেন, “শুভ জন্মদিন ভালবাসা। তোমাকেই চেয়েছিলাম। বদল চাইনা। তোমাকে বিয়ে করা আপাতত দ্বিতীয় চাওয়া আমার কাছে। কারণ, দেশের জন্য তুমি যখন খেলবে তখন গ্যালারিতে বসে তোমাকে উৎসাহ দেওয়াই হবে আমার প্রথম চাওয়া। তোমার ওই নীল জার্সি পরার অপেক্ষায় রয়েছি।” এরপর থেকে দেবায়ুধ কে নিয়ে তিথিকে আর কোনো পোস্ট করতে দেখা যায়নি।