×

মা সিরিয়ালের ছোট্ট ঝিলিক এখন সুন্দরী যুবতী, চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী তিথি বসু!

স্টার জলসার এক ধারাবাহিকে তিথিকে নববধূর বেশে দেখা গেছিল, সেই লুকই তিথি সম্প্রতি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া আইডি থেকে।

বধূ বেশে দেখা গেল তিথিকে। এখানে কথা বলা হচ্ছে তিথি বসুকে (Tithi Bose) নিয়ে। এক সময় স্টার জলসা চ্যানেলের (Star Jalsa Channel) ‘মা… তোমায় ছাড়া ঘুম আসে না’ (Maa….Tomay Chhara Ghum Ashena) ধারাবাহিকের দৌলতে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছিল তিথি। ধারাবাহিক পরবর্তী সময়ে তাঁকে ‘শুরু হোক তোকে চাওয়া’ (Shuru Hok Toke Chawa) মিউজিক ভিডিওতেও দেখা গেছিল।

কম বয়সে ‘ঝিলিক’-এর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিল তিথি। আর তাই তিথির নাম জানলেও, মুখ চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তিথি জন্মগ্রহণ করেন ২০০০ সালে ২৪শে ডিসেম্বর তারিখে। অর্থাৎ তাঁর বয়স সবেমাত্র ২২ বছর। এবার, হঠাৎই তিথিকে বধূবেশে দেখে অবাক সবাই। ঠিক কী ঘটল? তিথি তবে কি এবার বিয়ে করে নিল? উঠতে শুরু করল প্রশ্ন।

‘ঝিলিক” ওরফে তিথি বসু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। তাঁর নিজের ইন্সটাগ্রাম আইডিও আছে, নাম ‘চার্পস’ (Chirps)। এই আইডি থেকে প্রতিনিয়ত ফটো বা ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। সম্প্রতি একটি ফটো পোস্ট করার পরে শোরগোল পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়।

ফটোর ক্যাপশনে লেখা থাকে ‘দূর হতে আমি তার সাধিব/ গোপন বিরহডোরে বাধিব’। ফটোটিতে তিথিকে নতুন বধূবেশে ব্রাশো শাড়ি ও লাল ব্লাউজ পরে, মাথার সিঁথিতে সিঁদুর লাগিয়ে গলায় ও কানে ভারী গয়না পরে ফুলের দেওয়ালের সামনে বসে থাকতে দেখা যায়।

ফটো প্রকাশ্যে আসার পরেই কেউ জিজ্ঞাসা করলেন, “বিয়ে করলে নাকি গো?”, কেউ আবার মজা করে বলে বসলেন, “বিয়ে করে ফুলসজ্জাও হয়ে গেল”। এই অবস্থায় এক নেটিজেনের কৌতূহলি প্রশ্নের জবাব দিয়ে সন্দেহ দূর করতে দেখা যায় তিথিকে। তিনি বলেন, “কোনোটাই করার মতো লোক নেক দিদি”। দাবি করা হয়েছে, স্টার জলসার এক ধারাবাহিকে তিথিকে নববধূর বেশে দেখা গেছিল, সেই লুকই তিথি সম্প্রতি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়া আইডি থেকে।

Related Articles