×

Swastika Ghosh : প্রকাশ্য মঞ্চে জনপ্রিয় হিন্দি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করলেন ‘দীপা’ স্বস্তিকা ঘোষ, তুমুল ভাইরাল ভিডিও

স্বস্তিকা ঘোষ এর আগে 'সরস্বতীর প্রেম', 'দত্ত অ্যান্ড বৌমা' প্রভৃতি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে কাজ করেছেন।

Swastika Ghosh :  ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম। স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিক সম্প্রচারিত হওয়ার পর খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নেয়। পাশাপাশি, টিআরপি তালিকাতেও বরাবর এই ধারাবাহিক ভালো ফলাফল করে এসেছে। সাম্প্রতিক টিআরপি তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’ তৃতীয় স্থান দখল করে রেখেছে।

Swastika Ghosh :

Swastika Gosh

এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) ও স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। তাঁদের অভিনীত চরিত্রের নাম ‘সূর্য’ ও ‘দীপা’। দর্শকমহলে প্রথম থেকেই এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি ওরফে পর্দায় তাঁদের রসায়ন জনপ্রিয়তা অর্জন করেছে। চিত্রনাট্য অনুযায়ী ধারাবাহিকে বেশ কিছু সময় ধরে খলনায়িকা মিশকার ষড়যন্ত্রে সূর্য ও দীপার চরিত্র বেশ কয়েক বছর ধরে আলাদা রয়েছে, যা নিয়ে দর্শকদের অভিযোগের শেষ নেই। বারবার মুখোমুখি হলেও তারা কেউই এখন‌ও সত্যি জানতে পারেনি।

এখানে দেখুন : নদীর পারে বিখ্যাত শিল্পী কিশোর কুমারের গান গেয়ে তাক লাগাল খুদে ঋষভ, ভাইরাল ভিডিও

Swastika Ghosh :

Swastika Gosh

স্বস্তিকা ঘোষ এর আগে ‘সরস্বতীর প্রেম’, ‘দত্ত অ্যান্ড বৌমা’ প্রভৃতি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে কাজ করেছেন। তবে সেইসব ধারাবাহিকে কাজ করেও তিনি খুব একটা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমেই মূলত স্বস্তিকার পরিচিতি তুঙ্গে পৌঁছে গিয়েছে। ছোট পর্দায় চুটিয়ে অভিনয় করার পাশাপাশি হামেশাই তাঁকে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়।

Swastika Ghosh Video :

এই বিষয়টি সকলেরই জানা যে ছোট পর্দা বা বড়ো পর্দার তারকারা কোনো অনুষ্ঠানে অতিথি উপস্থিত হলে সেখানে দর্শকদের অনুরোধে তাঁদের গান গাইতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে গান না জেনেও বেসুরো গাওয়ার জন্য তাঁদের ট্রোল কলা হয়। তবে এবারে এক অনুষ্ঠানে ‘দীপা’ ওরফে স্বস্তিকার গাওয়া গান শুনে সকলে মুগ্ধ হয়েছেন। প্রকাশ্য মঞ্চে তিনি দক্ষভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় হিন্দি গান ‘চাঁহু ম্যায় ইয়া না’। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে দর্শকদের এই গান শুনিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকার গান গাওয়ার এই ভিডিওটি নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে।

Related Articles