কাজ করলোনা মিশকার চাল, নিজের ভুল বুঝতে পারল সূর্য! নতুন ট্যুইস্ট ‘অনুরাগের ছোঁয়া’তে
স্টার জলসা ধারাবাহিক গুলির মধ্যে জনপ্রিয় 'অনুরাগের ছোঁয়া'।

স্টার জলসা ধারাবাহিক গুলির মধ্যে জনপ্রিয় ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকটি অন্যান্য চ্যানেলে সমস্ত ধারাবাহিককে টক্কর দিয়ে বেঙ্গল টপার খ্যাতি অর্জন করে নিয়েছে। শুরু থেকেই সূর্য-দীপার গল্প নজর করেছিল দর্শকদের। অন্যান্য ধারাবাহিকের তুলনায় একেবারেই আলাদা এই ধারাবাহিকটি। সূর্য দীপার জীবনের ষ নানান ওঠা-পড়া দেখানো হয়েছে এই ধারাবাহিকে। এরপর সূর্য ও দীপার দুই জমজ কন্যা সন্তান সোনা ও রূপার আগমনে এই ধারাবাহিকের জনপ্রিয়তা চরচর করে বেড়েছে দর্শক মহলে।
সম্প্রতি এই ধারাবাহিকে চলছে দার্জিলিং জমজমাট পর্বের এপিসোড। দার্জিলিং যাওয়া থেকে একের পর এক চমকে এই সিরিয়ালের প্রতি আগ্রহ বেড়েছে দর্শকদের। হাজারো অভিমান নিয়েও সূর্য-দীপার কাছাকাছি আসার দৃশ্য আবেগময় করে তুলেছিল দর্শকদের। তার সাথে সোনা-রূপার দুষ্টুমি ও মিশকার ষড়যন্ত্র; সবকিছু মিলিয়ে একেবারে জমে উঠেছে এই ধারাবাহিকের প্রতিটি এপিসোড।
এই ধারাবাহিকের উপরি পাওনা হিসেবে বলা যায় সোনার অনুরোধে সূর্য যখন দার্জিলিং মলে নাচ করতে রাজি হয় তখন দীপার সাথে ধাক্কা লেগে বেশ রোমান্টিক মুহূর্ত তৈরি হয়েছিল দীপা ও সূর্যর মধ্যে। দার্জিলিং পর্ব যে দর্শকদের মনে কতটা খুশির আভাস দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এতকিছুর মধ্যেও ঘটে যায় অঘটন। প্ল্যান করে মিশকা কিডন্যাপ করায় সোনাকে। সোনাকে খুঁজে না পাওয়াই সূর্য সব দোষ দীপার ওপার চাপিয়ে দেয়।
যদিও সোনা, এই ঘটনা চুপ করে থাকেনি। সে তাঁর বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় তাঁকে সেখানে ফুলমা আনেনি। সে সেখানে রুপার সাথে এসেছে। সোনার কথায় প্রথম নিজের ভুল বুঝতে পারে সূর্য। সূর্য বুঝতে পারে যে সে দীপাকে ভুল বুঝে অহেতুক অপমান করেছে। সোনা ও রূপা মিলেই সূর্যর ভুল ভাঙ্গায়। এমনকি রূপা তার ডাক্তার বাবুকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার যদি বকার হয় সে যেন ফুল মা কে না বকে রূপাকে বকে।