‘আমার মেয়ে আর স্ত্রীর কিছু হলে ছেড়ে দেব না’! মিশকার পর্দাফাঁস করে দীপাকে বাঁচাল সূর্য, গল্পে নতুন মোড় ‘অনুরাগের ছোঁয়া’য়
একের পর এক টুইস্টে জমে উঠেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'।

একের পর এক টুইস্টে জমে উঠেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। যতদিন যাচ্ছে এই ধারাবাহিকের দর্শক সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সূর্য ও দিপার জমজ কন্যা সন্তান সোনা ও রূপার প্রবেশ ঘটার পরেই এই ধারাবাহিকের টিআরপি চড়চড় করে বেড়েছে। যারা নিয়মিত এই ধারাবাহিকটি দেখেন তারা জানেন এখনই ধারাবাহিক চলছে জমজমাট দার্জিলিং এপিসোড। ইতিমধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে দার্জিলিং এ। শুধু সেনগুপ্ত পরিবার নয়, দীপাও তার মেয়ে রূপাকে নিয়ে দার্জিলিঙে বেড়াতে গিয়েছে। ট্রেনে যাওয়ার পথে সূর্য ও দীপার মধ্যে অনেক মুহূর্ত তৈরি হয়েছে যা ভীষণভাবে উপভোগ করেছে দর্শকেরা।
সূর্যর সাথে সাথে মিশকাও গিয়েছে দার্জিলিংয়ে। প্রতিবারের মত এবার মিশকা দীপা ও সূর্যর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ানোর জন্য অনেক প্ল্যান করে। দীপা কে ফাঁদে ফেলতে ফুলমার সাথে দেখা করানোর নাম করে সোনাকে কিডন্যাপ করার মিশকা সূর্যকে বোঝায় দীপা সোনাকে লুকিয়ে রেখেছে। স্বাভাবিকভাবে সূর্য দীপাকে নানান ভাবে অপমান করে এবং পুলিশে পর্যন্ত ধরিয়ে দেয়। কিন্তু সেনগুপ্ত পরিবার পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনে দীপাকে। সোনা কে কিছু দুষ্টু লোক যে গাড়িতে তুলে নিয়ে গেছে সেই পুরো বিষয়টা রূপা লক্ষ্য করে এবং সে সব বলে দেয়। এরপর সূর্য ও দীপা খুঁজতে বের হয় সোনাকে।
দীপা মিশকার সব ষড়যন্ত্র বুঝে যায় এবং সূর্যর কাছে কিছুক্ষণ সময় চেয়ে নেয় সোনাকে খুঁজে বের করার জন্য। সোনাকে খুঁজতে খুঁজতে দীপা সেই ডেরায় পৌঁছে যায় যেখানে মিশকা সোনাকে আটকে রেখেছে। সোনাকে বাঁচাতে গিয়ে বিপদের মুখে পরে দীপা। সূর্যও সোনাকে খুঁজতে খুঁজতে সেই ডেরায় পৌঁছায় এবং দীপা ও সোনাকে বাঁচাতে যায় সে। সেখানে দেখা যায় গুন্ডারা দীপা কে মারতে এলে সূর্য দীপা কে জড়িয়ে ধরে এবং সূর্য গুন্ডাদের বলে, “আমার স্ত্রী আর আমার মেয়েদের গায়ে যদি একটাও আঁচড় লাগে আমি ছেড়ে দেব না”।
সূর্যর মুখে এমন কথা শুনে চোখে জল আসে দীপার এবং খুশিতে হেসে ওঠে সোনা। আর এই সমস্ত দৃশ্য চোখের সামনে দেখে চমকে ওঠে মিশকা। তবে কিছুক্ষণ বাদে দেখা যায় গুন্ডারা লাইট অফ করে দেয় এবং অন্ধকারে সুযোগ বুঝে সোনাকে নিয়ে আবার পালিয়ে যায়। কি হবে আগামী এপিসোডে? সোনাকে খুঁজে বার করতেই কি মিশকাত সব প্ল্যান ফাঁস হয়ে যাবে? এই ধারাবাহিকে চলছে এখন টানটান উত্তেজনা। আগামী এপিসোড গুলিতে কি হতে চলেছে তা জানার জন্য প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় চোখ রাখুন স্টার জলসায় পর্দায়।