পরিস্থিতি আলাদা হলেও আবার কাছাকাছি সূর্য-দীপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন ট্র্যাক, ভিডিও ভাইরাল
সপ্তাহের শেষ এপিসোডে দেখানো হয় সূর্য, দীপাকে গাড়িতে তার পাশে বসতে বলেছে। সেই সময় পুরনো স্মৃতি কিছু ফ্লাশ ব্যাক হয় সূর্য ও দীপার মধ্যে।

স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিক জুড়ে এখন চলছে টানটান উত্তেজনা। এই ধারাবাহিকের গল্প জুড়ে এতদিন যত জটিলতা দেখানো হয়েছিল আস্তে আস্তে সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ একটু একটু করে সমস্ত সত্যি সামনে আসতে শুরু করেছে। টানা কয়েক সপ্তাহ তালিকা প্রথম স্থানে থেকে বেঙ্গল টপার ধারাবাহিকের তকমা জিতে নিয়েছিল এই ধারাবাহিক। প্রায় প্রতিদিনই নিত্য নতুন চমক এর সাথে বেড়েই চলেছে এই ধারাবাহিকের অনুরাগীর সংখ্যা।
যতদিন যাচ্ছে এই ধারাবাহিকের প্রতি আগ্রহ বেড়েই চলেছে দর্শকদের। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য ও দীপার মিল দেখানো হবে তার জন্য। সূর্য ও দীপার যমজ কন্যা সন্তান সোনা ও রূপার প্রবেশ করার পর থেকে এই ধারাবাহিকের জনপ্রিয়তা অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই ধারাবাহিকের খলনায়িকা মিশকা সূর্য ও দীপাকে আলাদা করার জন্য নতুন কি প্ল্যান করছে সেটা জানার প্রতিও আগ্রহ দেখিয়েছে দর্শকমহল।
এই ধারাবাহিকের শেষ কয়েকটা এপিসোড অনুযায়ী দেখানো হয়েছে যে দীপা জানতে পেরেছে যে সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। এছাড়াও দীপা আরো একটি সত্যের মুখোমুখি হয়েছে জানতে পেরেছে মিশকা ও সূর্যের বিয়ে হয়নি। সোনা, সূর্য ও মিশকার সন্তান নয়। এরপর সোনার পরিচয় জানার জন্য হন্য হয়ে ওঠে দীপা। কিন্তু লাবণ্য সেনগুপ্ত দীপাকে জানায় সে সোনাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছে সূর্যর কাছে। সোনা দীপার হারিয়ে যাওয়া সেই সন্তান নয়। এরই মধ্যে মিশকাত নানাভাবে ভয় দেখাতে থাকে দীপাকে। মিশকা দীপাকে বলে যে সে দীপাবার আরেক সন্তানকে সরিয়ে দিয়েছে এবং দীপা যদি সূর্য জীবন থেকে সরে না যায় তাহলে রূপাকেও সরিয়ে দেবে মিশকা।
তবে এত কিছুর মধ্যেও একের পর এক রহস্যের জট খুলছে এই ধারাবাহিকে। দর্শকদের আগ্রহের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দীপা ও সূর্যর মিল হতে যে আর খুব বেশিদিন বাকি নেই সেটা বুঝতেই পারছে দর্শকরা। কিন্তু কিভাবে সূর্য ও দীপার মিল হবে তা নিয়ে আগ্রহ রয়েছে দর্শক মহলে। এত কিছুর মধ্যেও সূর্য ওদিক আর পুরনো স্মৃতি উস্কে দিল দর্শকদের। এই সপ্তাহের শেষ এপিসোড দেখে আবেগে ভাসলো অনুরাগের ছোঁয়ার অনুরাগীরা। এই সপ্তাহের শেষ এপিসোডে দেখানো হয় সূর্য, দীপাকে গাড়িতে তার পাশে বসতে বলেছে। সেই সময় পুরনো স্মৃতি কিছু ফ্লাশ ব্যাক হয় সূর্য ও দীপার মধ্যে। যদিও সূর্য খুবই কড়া ভাবে দীপা কে বলেছে তার পাশে বসার কথা।
তবে শেষ এপিসোডে আগামী এপিসোড এর এক ঝলক প্রকাশিত হয়েছে। অর্থাৎ আগামী সপ্তাহে দেখা যাবে যে সূর্যের বাবা অসুস্থ হয়ে পড়ে এবং ওনাকে হাসপাতালে ভর্তি করলে ওই অসুস্থ অবস্থায় তিনি একটি বুদ্ধি চালে দীপা ও সূর্যকে এক করার জন্য। তিনি অনেক বেশি অসুস্থ হওয়ার ভান করে সূর্যর কাছে আর্জি জানায় যে দীপা কে বাড়িতে আনলেই তিনি একমাত্র সুস্থ হবেন। এরপর কি হবে? সূর্য কি রাজি হবে দীপাকে বাড়ি ফিরিয়ে আনতে? এই সব প্রশ্নের উত্তর জানতে প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় চোখ রাখুন স্টার জলসার পর্দায়।