সোনা ও রুপার দৌলতে আবার কাছাকাছি সূর্য-দীপা, প্রকাশ্যে ‘অনুরাগের ছোঁয়া’র বিশেষ ট্র্যাক, খুশি দর্শকেরা
সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে টিআরপি তালিকায় শীর্ষে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'।

সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে টিআরপি তালিকায় শীর্ষে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। প্রথম এই ধারাবাহিক শুরু হয়েছিল সূর্য (Surjo) ও দীপার (Deepa) প্রেমকাহিনীকে কেন্দ্র করে। পরে এই ধারাবাহিকে দর্শকরা শাশুড়ি ও বৌমার নিদারুণ সম্পর্কের সাক্ষী হওয়ার সুযোগ পান। বর্তমানে এই ধারাবাহিক দীপা ও সূর্যের সন্তান সোনা (Sona) ও রূপাকে (Roopa) কেন্দ্র করে আবর্তিত।
বর্তমানে এই ধারাবাহিকে কী চলছে?
এই ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলোতে সোনার অপহরণ হয়ে যাওয়ার ঘটনা দেখায়। সোনার অপহরণ হতেই সূর্য দীপাকে সোনার অপহরণের জন্য দায়ী করে ও পুলিশের হাতে ধরিয়ে দেয়। যদিও লাবণ্য সেনগুপ্তের হস্তক্ষেপে দীপা পুলিশের হাত থেকে রেহাই পায়। এদিকে, সোনার অপহরণ হওয়ার সময়ে রূপার গাড়ির নম্বর দেখে ফেলে। নিজের সেই অভিজ্ঞতার কথা রূপা থানায় জানিয়ে দেয়। সেই মতো পুলিশ গাড়ি ট্রেস করার কাজ শুরু করে দেয়।
এরপরে রূপা ও দীপা দুজনে মিলে সোনাকে খুঁজতে বেরোলে সূর্যর সঙ্গে দেখা হয়ে যায়। সূর্য দেখা মাত্রই দীপাকে দোষারোপ করতে শুরু করলে রূপা সবটা সূর্যকে জানিয়ে দেয়। এরপরে দুইজনে নিজেদের বিবাদ কিছু সময়ের জন্য স্থগিত রেখে সোনাকে খোঁজার সিদ্ধান্ত নেয়। ঠিক এই সময়েই রাস্তার পাশ দিয়ে হুবহু দীপার মতো পোশাক পরিহিত দীপার হেয়ার স্টাইল সম্পন্ন এক মহিলাকে যেতে দেখে দীপা ও সূর্য। এই অবস্থায় দীপার সন্দেহ বেড়ে যায় এবং দুইজনে সংশ্লিষ্ট মহিলাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। এই অবস্থায় উক্ত মহিলা সবটাই উগলে দেয় দীপা ও সূর্যর কাছে।
ধারাবাহিকের নতুন টুইস্ট, যা দর্শকদের পছন্দ হল:
সূর্য ফিরে দেখতেই দেখে যে, দীপা পাশে দাঁড়িয়ে নেই। এদিকে দীপা গুণ্ডাদের ডেরায় পৌঁছে গেলে, কিছুক্ষণের মধ্যেই সূর্যও সেখানে পৌঁছে যায় ও দীপাকে নিজের ‘স্ত্রী’ ও রূপাকে নিজের সন্তানরূপে অবহিত করে সোনাকে বাঁচাতে গুণ্ডাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এরপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই মিশকা নিজের মুখোশ খুলে যাওয়ার ভয়ে চারিদিকে অন্ধকার করে দেয়।
এই সুযোগে গুণ্ডারা পালিয়ে যেতে সফল হয়। আলো ফিরে এলে সোনাকে অন্ধকারে ভয়ে গুটিয়ে যেতে দেখা যায়। এই অবস্থায় মমতার মোড়কে দীপাকে সোনার পাশে দেখা যায়। এরপরে মিশকা সোনাকে নিজের কাছে টানতে গেলে মিশকার আঙুলের আংটি দেখে সোনা আতঙ্কিত অনুভব করে ও ফুলমার কাছে থাকার জেদ ধরে। এই অবস্থায় লাবণ্য, সূর্য, সোনা, রূপা ও দীপা একই গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।
দীপা ও সূর্যকে পাশাপাশি বসতে দেখে লাবণ্য স্বস্তি অনুভব করে। এদিকে, সোনা ও সূর্যর মধ্যে চোখে চোখে কথা হলেও অনেক না বলা কথা দুজনের অন্তরেই থেকে যায়। সকাল হলে বাড়ি পৌঁছালে সূর্যকে দীপার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই যদিও সূর্য উঠে পড়ে ও অন্য দিকে তাকাতে শুরু করে। দীপা সেই মুহূর্তে কিছু পুরোনো কথা মনে করে সূর্যর দিকে একটু অভিমানের দিকে তাকায় ও নেমে পড়ে।
দর্শকরা আপাতত ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের নতুন পর্ব দেখে খুব খুশি হয়েছেন। সোনার উদ্ধার হওয়ার ঘটনা এবং দীপা ও সূর্যকে দীর্ঘ সময় পরে কাছাকাছি দেখে আপ্লুত দর্শকরা। তবে অনেক দর্শক এতেই সন্তুষ্ট নন। অনেকেই চান যে, এবার জলদিই যেন মিশকার মুখোশ খুলে যাক ও মিশকা ধরে পড়ে যাক। তাঁদের ইচ্ছা, সমস্ত বাধা কাটিয়ে সূর্য ও দীপা স্থায়ীভাবে আগের মতো সংসার শুরু করুক।