×

মেয়ের জন্য আবারও কাছাকাছি এলো সূর্য-দীপা, প্রকাশ্যে এল ‘অনুরাগের ছোঁয়া’র নতুন ট্র‍্যাক

সমস্ত ধারাবাহিককে পরাজিত করে টিআরপি তালিকায় শীর্ষস্থানে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa)।

সমস্ত ধারাবাহিককে পরাজিত করে টিআরপি তালিকায় শীর্ষস্থানে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। স্টার জলসা (Star Jalsa) চ্যানেলের এই ধারাবাহিকের জনপ্রিয়তা বর্তমানে গগনচুম্বী। বিগত কয়েক সপ্তাহ ধরে অন্য কোনো ধারাবাহিক তামিল ধারাবাহিক ‘কার্তিকা দীপাম’-এর এই বাংলা রিমেককে স্থানচ্যুত করতে পারেনি।

বাংলা ধারাবাহিকে আউটডোর ভিউ দর্শকদের মোটামুটি পছন্দের তালিকাতেই পড়ে। এই কথা কার্যত প্রমাণ হল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দার্জিলিং স্পেশাল পর্ব দেখানোর পর থেকেই। বর্তমানে দীপা, সোনা, রূপা ও পুরো সেনগুপ্ত পরিবার দার্জিলিং-এ। বাদ যায়নি মিশকাও। স্বভাবসিদ্ধ ভাবেই সূর্য ও দীপার মধ্যবর্তী দূরত্ব বাড়াতে সর্বদাই তৎপর মিশকা। সূর্যকে পেতে চাওয়ার নেশায় হিতাহিত জ্ঞানও ভুলতে বসেছে সে।

এবার, সোনা ও রূপার ক্ষতি করতে উদ্যত হয়েছে মিশকা। ‘অনুরাগের ছোঁয়া’-এর এই খলনায়িকা সোনার অপহরণ করায়। সূর্য এদিকে ভেবে বসে যে, দীপা সোনার অপহরণ করিয়েছে। ভুল বুঝে সে দীপাকে পুলিশের হাতে গ্রেফতার করায়। যদিও অবশেষে লাবণ্য সেনগুপ্তর হস্তক্ষেপে দীপা বেঁচে যায়। খবরটা লাবণ্যর কানে যেতেই দীপার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবং পুলিশের কাছ থেকে দীপাকে বাঁচায়।

এইসবের মাঝে রূপা পুলিশ স্টেশনে পৌঁছে গেলে সবকিছু বলে দেয়। সে জানায় যে, কিছু লোক সোনাকে তুলে নিয়ে গেছে। এই অবস্থায়, রূপা ও দীপা একসঙ্গে মিলে সোনাকে খুঁজতে বেরোলে সূর্যর সঙ্গে দেখা হয় রূপার এবং সবটা জানিয়ে দেয় সে। রূপা গাড়ির নম্বর মুখস্ত করে রাখায়, তা আগামী পর্বে সোনাকে খুঁজতে কাজে লাগতে পারে বলে আশা করা হয়েছে। উল্লেখ্য, আগামী পর্বে রূপা, সূর্য ও দীপার সোনার কাছে পৌঁছে যাওয়ার দৃশ্য দেখানো হবে এবং সূর্যকে গুণ্ডাদের সঙ্গে লড়াই করতে দেখা যাবে। এইসবের মাঝেই সূর্য এক বিশেষ বাক্য বলায় সূর্য ও দীপা আবার কাছাকাছি আসবে বলে আশা করা হয়েছে। সূর্যকে বলতে শোনা যায় যে, কেউ তাঁর স্ত্রী ও মেয়ের ক্ষতি করলে সে মোটেই ছেড়ে দেবে না। যদিও, শেষ পর্যন্ত কী হবে জানতে হলে দেখতে হবে ‘অনুরাগের ছোঁয়া’-এর আগামী পর্ব।

Related Articles