×

সূর্য ও দীপার অসাধারন নাচে জমে উঠলো ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চ, রইল ভিডিও

দীপাকে কোলে নিয়ে ‘ইস্মার্ট জোড়ি’র (Ismart Jodi) মঞ্চে এন্ট্রি নিলেন সূর্য। কিছুদিন আগেই স্টার জলসার নন ফিকশন শো ‘ইস্মার্ট জোড়ি’র নতুন এপিসোডের প্রোমো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে যে, এই সপ্তাহে ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে আসছেন স্টার জলসার সব রিল হিট জুটি। থাকবেন, ঋষি-পিহু, ফড়িং-ব্যাঙ্কবাবু। শোতে এসে তাঁরা কী ভাবে মঞ্চ মাতালেন, ইতিমধ্যেই সেই প্রোমো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার জানা গেল, শুধু ঋষি-পিহুরাই নয়! থাকবেন স্টার জলসার আরেক হিট জুটি সূর্য-দীপা।

মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছে, ‘অনুরাগীদের ছোঁয়া’ (Anurager Chhowa)। আর এই ধারাবাহিকের মূল্য চরিত্রে রয়েছেন, দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) এবং স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। সূর্য-দীপার চরিত্রে অভিনয় করছেন তাঁরা। আর তাতেই ধারাবাহিকের সঙ্গে সঙ্গে সূর্য-দীপার কেমিস্ট্রিও একেবারে জমে হিট। এবার তাঁরা ‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে এসে ফের পরিচয় দিলেন তাঁদের রসায়ন ঠিক কতটা জমে গিয়েছে। একেবারে স্ত্রীকে কোলে করে নিয়ে গ্র্যান্ড এন্ট্রি হলেন সূর্য-দীপা। স্ত্রীকে কোলে নিয়ে এলেন তো বটেই, সঙ্গে দুজনেই একেবারে ফাটাফাটি পারফরম্যান্স দিলেন তাঁরা, চেন্নাই এক্সপ্রেসের (Chennai Express) জনপ্রিয় গান ‘তিতলী’ (Titli) গানের তালে। বোঝাই যাচ্ছে, তাঁরা শুধু অভিনয়েই নয়! নাচেও তুখর। অনস্ক্রিনের পাশাপাশি তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রিও দুর্দান্ত।

জমে উঠেছে স্টার জলসার নন ফিকশন শো ‘ইস্মার্ট জোড়ি’ (Ismart Jodi)। জিৎ সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। মাত্র কয়েকদিন হয়েছে এই শোয়ের সূত্রপাত স্টার জলসার পর্দায়। আর তাতেই এই শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে। মূলতঃ সেলিব্রিটি দম্পতিদের নিয়ে এই গেমশো এখন বাঙালিদের অন্যতম বিনোদনের রসদ যোগাচ্ছে। টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী জুটি এই শোয়ের প্রতিযোগী। সুতরাং বোঝাই যাচ্ছে, প্রতি সপ্তাহে বাঙালির উইকেন্ড এক্কেবারে জমে যায় এই শোয়ের সঙ্গে সঙ্গে। যদিও এখন মাত্র কয়েকজন জুটি অবশিষ্ট রয়েছেন। প্রতি সপ্তাহেই মজার মজার গেম নিয়ে পরিপূর্ণ থাকে এই শো। আর থাকছে এলিমিনেশন রাউন্ড।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ার মুখোমুখি হয়েছিল এই শোয়ের সেলিব্রিটি প্রতিযোগিরা।নেটিজেনদের একাধিক ট্রোলের অকপটে জবাব দিয়েছিলেন তাঁরা। এরপরেই আরেকটি গেম ছিল যে, ক্লু খুঁজে খুঁজে পার্টনারকে খুঁজে বের করতে হবে কলকাতার অলিগলি থেকে। যাই হোক, আর এই সপ্তাহের গেম একেবারে সবকিছুর ঊর্ধ্বে, রিল ভার্সেস রিয়েল। অর্থাৎ এবার স্টার জলসার মেগা জুটিদের সঙ্গে খেলতে হবে এই শোয়ের প্রতিযোগীদের। ব্যাপারটা এমন হবে যে, অদল-বদল ঘটবে। একে অপরের সঙ্গে পার্টনার বদল করে খেলতে হবে। তাই এবার দেখার পালা সূর্য-দীপা কি ভাবে প্রতিযোগিদের সঙ্গে খেলায় মেতে ওঠে। তার জন্যে এই সপ্তাহের উইকেন্ড পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Related Articles